পুলিশি বাঁধা উপেক্ষা করে শাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শাবি সংবাদদাতা: সরকারি চাকরিতে ৫৬% কোটা সংস্কারের এক দফা দাবিতে পুলিশি বাঁধা উপেক্ষা করে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৪ টায় ক্যাম্পাসের গোলচত্বরে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি নিয়ে প্রধান ফটকে গেলে পুলিশ বাঁধার সৃষ্টি করে। কিন্তু শিক্ষার্থীরা বাঁধা উপেক্ষা করে সিলেট-সুনামগঞ্জ সড়কে অবস্থান নিয়ে ঘন্টাব্যাপী অবরোধ করে রাখেন। পরে বিকেল পাঁচটায় “বাংলা ব্লকেড” অবস্থান কর্মসূচী থেকে সরে এসে রাস্তা থেকে অবরোধ তুলে নেন তারা।
এদিকে বিক্ষোভ চলাকালীন ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপোস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মেধা হত্যার অপর নাম, কোটা প্রথার জয়গান’, ‘মুক্তিযুদ্ধের চেতনা, কোটা প্রথা মানে না’, ‘চলছে দাবি চলবে, কোটার শিকড় জ্বলবে’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীদের প্রতিবাদী গান গেয়ে প্রতিবাদ জানান। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানান।
কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি- সরকারি চাকরিসহ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সকল ধরণের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে এবং শুধুমাত্র অনগ্রসর গোষ্ঠীর কথা মাথায় রেখে স্বল্প কিছু কোটা রেখে সংসদে আইন করে এই কোটা বৈষম্যের ইতি টানতে হবে।
Related News

কক্সবাজার যাওয়া ছয় শ্রমিককে ২০ হাজার টাকা করে বিক্রি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলার একটি গ্রামের ছয়জন রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে কক্সবাজার গিয়ে ৬দিনRead More

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে শিক্ষার ক্ষেত্রে আমার সুনজর রয়েছে: সৈয়দা আদিবা হোসেন
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেট-৬ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দা আদিবা হোসেনRead More
Comments are Closed