সিলেটে পিকআপ বোঝাই ৫৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকা থেকে ৩ লক্ষ ১৬ হাজার ৮০০ টাকার ভারতীয় দুই পিকআপ বোঝাই চিনি উদ্ধার করেছে এসএমপির বিমানবন্দর থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ মোরাদ হাসান (১৯) নামে একজনকে আটক করতে পারলেও বাকি আসামিরা দৌঁড়ে পালিয়ে যায়।
মঙ্গলবার (৯ জুলাই) দিবাগত রাত সোয়া ৩টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জের সড়কের কেওয়াছড়া চা-বাগান এলাকা থেকে এসব চিনি উদ্ধার করা হয়।
আটককৃত মোরাদ হাসান (১৯) সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বহর গ্রামের মো. জমির উদ্দিন ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জুলাই) দিবাগত রাত সোয়া তিনটার দিকে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুনু মিয়াপ দিক-নির্দেশনায় বিমানবন্দর থানাধীন ধোপাগুলস্থ সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কেওয়াছড়া চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার ৬৪০ কেজি (৫৫ বস্তা) ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৩ লাখ ১৬ হাজার ৮০০ টাকা। এসময় চিনি বহন কাজে ব্যবহৃত দুটি ডিআই পিকআপ জব্দ করা হয়।
এদিকে, পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালিয়ে যায় গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বহর গ্রামের রবিউল আলম জুয়েলের ছেলে মো. দিদারুল আলম রাফি (২৮) সহ দু’জন।
এব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, রাফিসহ অজ্ঞাতনামা ২ জন আসামী দৌঁড়ে পালিয়ে যায়। উল্লেখিত দুজনসহ অজ্ঞাতনামা ২ জন আসামীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৪, তাং-০৯/০৭/২০২৪খ্রিঃ। আটককৃত আসমিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
Related News
সিলেটে পৌনে ৩ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পৌনে ৩ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮Read More
৭৫ বছর পূর্তি ও ছাত্র-শিক্ষক পুনর্মিলনী করবে জালালপুর উচ্চ বিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক: সাড়ম্বরে ৭৫ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্র-শিক্ষক পুনর্মিলনী অনুষ্ঠান করতে যাচ্ছে সিলেটের দক্ষিণRead More
Comments are Closed