আবারও হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

বৈশাখী নিউজ ডেস্ক: গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৮ জুলাই) ভোরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
পরে ভোর ৪টা ৪৫ মিনিটে হাসপাতালে পৌঁছালে তাকে তাৎক্ষনিকভাবে ভর্তি করানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
এর আগে ২১ জুন মধ্যরাতে খালেদা জিয়া শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে রাজধানীর বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে ভর্তি করানো হয়। ১০ দিনের চিকিৎসা শেষে গত ২ জুলাই তাকে বাসায় নিয়ে আসা হয়।
Related News

নাশকতার মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে নাশকতার মামলা থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেনRead More

যা আছে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়ায়
বৈশাখী নিউজ ডেস্ক: আলোচিত জুলাই গণ-অভ্যুত্থান ঘোষণাপত্রের খসড়ায় বর্তমান সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করারRead More
Comments are Closed