Main Menu

‘পরিকল্পনাহীন ও দুর্নীতির কারণে সিলেট নগরবাসী দুর্ভোগের শিকার’

বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি, সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এডভোকেট, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেন এক বিবৃতিতে নগরীর চামেলীবাগ এলাকায় টিলা ধ্বসে মাটি চাপায় একই পরিবারের ৩ জন নিহত হওয়ায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, টানা ভারী বর্ষণে সিলেট নগরীর তিন ভাগের দুই ভাগ মানুষই জলাবদ্ধতা ও পানিবন্দী আছেন। এই সীমাহীন দুর্ভোগের কারণে জানমাল ও মূল্যবান সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই দুর্ভোগের সাথে যোগ হয় বিদ্যুতের লোডশেডিং ও বিশুদ্ধ খাবার পানির সংকট। আবার রাতের বেলা টানা বৃষ্টি ও সাপের ভয়ে নগরবাসী নির্ঘুম রাত কাটান।

অপরদিকে নগরীর ৮নং ওয়ার্ডের হাওলদারপাড়া, নয়াপাড়া, খাদিমপাড়া, মেজরটিলা সহ বিভিন্ন এলাকায় পাহাড়-টিলা কাটার উৎসবের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম হচ্ছে এই পাহাড়-টিলা। এই জঘন্য পরিবেশ বিধ্বংসী কাজে জড়িতদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা স্বাক্ষীগোপালের মত। দেশবাসী এর মাজেঝা বুঝেন। গণমাধ্যমে প্রকাশ এই জঘন্য কাজে জনপ্রতিনিধি, প্রভাবশালী ও সরকারী দলের বড় বড় নেতাদের আশীর্বাদপুষ্ট ব্যক্তিরা জড়িত। এদের তালিকা করে এদেরকে গ্রেফতার ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পাহাড়-টিলা কাটা বন্ধ চায় নগরবাসী।

নেতৃবৃন্দ বলেন, সিলেট নগরীকে বন্যা ও জলাবদ্ধতা থেকে রক্ষা করার জন্য নগর রক্ষা বাঁধ নির্মাণের প্রয়োজন আছে কি-না তা, বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া দরকার। ফুটপাত ও যানজট মুক্ত নগরী কার্যক্রমের পাশাপাশি জলাবদ্ধতা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সিটি কপেৃারেশনের আওতাধীন দখলকৃত খাল ও ছড়া উদ্ধার এবং সংস্কার করা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা মাফিক পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নগরীর মধ্যে থাকা পুকুর ও দিঘিগুলো রক্ষায় জরুরী ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবী।

নগরবাসী স্যাটেলাইট সিটি নয়, একটি আন্তর্জাতিক মান সম্পন্ন আধুনিক সিলেট নগরী গড়ে তুলতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের প্রতি জোর দাবী জানান। অতীতে সরকারি পাহাড়-টিলা কেটে শাহী ঈদগাহ’র টিবি হাসপাতাল সংলগ্ন ভ্যালিসিটি নির্মাণ হয়। নগরবাসী তা ভুলে নাই। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed