Main Menu

তাহিরপুরে পানিতে ডুবে যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পাহাড়ী ঢলের পানিতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মফিনূর মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) দুপুরে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের গাজীপুর গ্রামের সামনে ছোট খাল লামক স্থানে এ ঘটনা ঘটে।

তিনি উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের টাকাটুকিয়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে।

নিহতের পরিবারের বরাদ দিয়ে তাহিরপুর থানা পুলিশ জানায়,পাহাড়ী ঢলের পানি প্রবল বেগে গাজীপুর গ্রামের সামনে ছোট খাল দিয়ে প্রবেশ করেছে। সেখানে মাছ ধরার জন্য ঠেলা জাল নিয়ে গিয়ে অসাবধানতা বসত তিনি ডুবে যান। এরপর ঘন্টা খানেক পরে তার স্বজনরা তাকে খোঁজা খুঁজি শুরু করে। পরে ঘটনাস্থলেই তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী ও তার পরিবার। এই ঘটনার নিহতের পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, মাছ ধরতে গিয়ে মফিনূর মিয়া পানিতে ডুবে মারা গেছেন। নিহতের পরিবার রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed