বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ মন্ত্রণালয়ের সাথে কাজ করতে আগ্রহী লাফার্জহোলসিম

ডেস্ক রিপোর্ট: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি’র সাথে রোববার (এপ্রিল ২১) সৌজন্য সাক্ষাৎ করেছেন লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড এর প্রধান নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ ইকবাল চৌধুরী। এসময় কোম্পানিটির চীফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার আসিফ ভূইয়া এবং হোলসিম গ্রুপের এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের হেড অব জিওসাইকেল মৌমিতা চক্রবর্তী সহ কেম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাতের সময় বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ মন্ত্রণালয়ের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করে লাফার্জহোলসিম।
সাক্ষাতের শুরুতেই দেশের সামগ্রিক বর্জ্য পরিস্থিতি এবং এই সমস্যা সমাধানে কোম্পানির উদ্যোগ ‘জিওসাইকেল’ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন লাফার্জাহোলসিম এর কর্মকর্তাবৃন্দ। জিওসাইকেল এর মাধ্যমে মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ও সার্কুলার ইকোনমি নিশ্চিত করায় কোম্পানির প্রশংসা করেন মন্ত্রী।
আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায় ইলেকট্রনিক বর্জ্য, যা বাংলাদেশের জন্য এখন একটি কঠিন চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। লাফার্জহোলসিম এর পক্ষ থেকে এ ধরনের বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি মডেল তুলে ধরা হয় এবং প্রয়োজনীয় নীতিমালার উপর গুরুত্ব আরোপ করা হয়। অন্যান্য দেশে কীভাবে টেকসই উপায়ে এধরনের বর্জ্য ব্যবস্থাপনা করা হচ্ছে সে বিষয়েও বিস্তারিত তুলে ধরা হয় কোম্পানির পক্ষ থেকে।
এছাড়া পরিবেশবান্ধব ব্লক নির্মাণে লাফার্জহোলসিম এর উদ্যোগের বিষয়ে মাননীয় মন্ত্রীকে অবহিত করেন লাফার্জহোলসিম এর কর্মকর্তাবৃন্দ।
মাননীয় মন্ত্রী লাফার্জহোলসিম এর টেকসই বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের জন্য সাধুবাদ জানান এবং বিশ্বের বিভিন্ন দেশের সেরা বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতিগুলো প্রণয়নে কাজ করার জন্য অনুরোধ জানান।
সবশেষে মাননীয় মন্ত্রীর হাতে প্রথমবারের মতো প্রকাশিত কোম্পানির সাসটেইনেবিলিটি প্রতিবেদন তুলে দেন কোম্পানিটির প্রধান নির্বাহি কর্মকর্তা।সংবাদ বিজ্ঞপ্তি
Related News

টাঙ্গাইলে সড়কদূর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী ও ঘাটাইলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহি সহRead More

কাঁচপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশা সংঘর্ষে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
Comments are Closed