Main Menu

বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্টে রং মিস্ত্রির মৃত্যু

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা কোনাপাড়া গ্রামের আনোয়ার খানের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম (৩৬) কুমিল্লার লাকসাম থানার বিজয়পুর গ্রামের জাফর মিয়ার ছেলে। তিনি সিলেট মহানগরীর বালুচর এলাকায় থাকতেন।

স্থানীয় একাধিক সূত্র জানায়, রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার খানের বাড়িতে রংয়ের কাজ করছিলেন আবুল কালাম। ৩য়তলা ভবনের ২য় তলার বাইরের অংশে কাজ করছিলেন তিনি। কাছাকাছি ছিল ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক মেইন লাইন। অসাবধানতাবশত বৈদ্যুতিক লাইনে স্পর্শ লাগে কালামের। মুহুর্তেই আগুনে ঝলসে যায় তার শরীর। এক পর্যায়ে তিনি নীচে পড়ে যান। এরপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ ব্যাপারে বিশ্বনাথ থানার উপ-পুলিশ পরিদর্শক জয়ন্ত সরকার বলেন, মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed