স্টুডেন্ট ভিসায় লন্ডনে গিয়ে স্বামীর হাতেই প্রাণ গেল শিউলীর

প্রবাস ডেস্ক: লন্ডনে স্বামীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন সিলেটের এক গৃহবধূ। গত শনিবার (৬ এপ্রিল) যুক্তরাজ্যের ব্রাডফোর্ড এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের স্বামীর নাম হাবিবুর রহমান মাসুম (২৫)। স্ত্রী কুলসুম আক্তার শিউলী (২৭) ও মাসুম সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। দুই বছর আগে স্টুডেন্ট ভিসায় তারা যুক্তরাজ্যে যান।
খোঁজ নিয়ে জানা গেছে, সাংসারিক ঝামেলা স্বামী-স্ত্রীর মধ্যকার সমস্যা গড়ায় পুলিশ পর্যন্ত। পরে পুলিশ এসে স্বামী হাবিবকে ঘর থেকে বের করে দেয় এবং শিউলীকে সোশাল সার্ভিস সন্তানসহ নিয়ে যায় ব্রাডফোর্ড শহরে। সেই ক্ষোভ মনে পুষেছেন স্বামী। আর সেই ক্ষোভ থেকে গত শনিবার বিকেলে ইফতারের আগে খাবার কেনার জন্য সন্তানকে নিয়ে ব্রাডফোর্ডের একটি দোকানে যাওয়ার সময় ছুরিকাঘাত করেন শিউলীকে। রোজা রেখে ইফতার করার সুযোগও পাননি কুলসুম আক্তার শিউলী।
এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন হাবিব। যুক্তরাজ্যের পুলিশ তাকে খুঁজছে৷
নিহত শিউলির ভাই আক্তার হোসেন বলেন, সে ( হাবিব) দীর্ঘদিন থেকে আমার বোনকে ফলো করছিল আক্রমণের জন্য। সাংসারিক ছোটখাটো সমস্যা থেকে মার্ডারের মতো ঘটনা ঘটাবে আমরা কল্পনাও করতে পারিনি। আমি পুলিশের কাছে আমার বোন হত্যার বিচার চাই।
Related News

অবশেষে ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেলেন ‘সিলেটি শামীমা’
বৈশাখী নিউজ ডেস্ক: অবশেষে ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেয়েছেন সিলেটি বংশোদ্ভূত নারী শামীমা বেগম। দুই ব্রিটিশRead More

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
বৈশাখী নিউজ ডেস্ক: ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত ৮ মার্চ শনিবারRead More
Comments are Closed