Main Menu

সুনামগঞ্জে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে সাজারুল মিয়া হত্যা মামলায় ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন এ রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলো- জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর গ্রামের আবু সেনা ওরফে কাদির সেনার ছেলে দেওয়ান ও উত্তর কামলাবাজ গ্রামের মৃত আজিজ মিয়ার ছেলে ফুল মিয়া।

এ সময় যাবজ্জীবনের পাশাপাশি দুই আসামিকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তবে তারা দুজনই বর্তমানে পলাতক রয়েছেন।

এছাড়া এ মামলায় বদরপুর গ্রামের ভূবেন্দ্র পালের ছেলে আশিষ পাল নির্দোষ প্রমণিত হওয়ায় বেকসুর খালাস প্রদান করেন আদালত।

মামলা এজহার থেকে জানা যায়, ২০২১ সালে জামালগঞ্জের শানির হাওরে নিহত সাজারুল মিয়াকে নৌকা নিয়ে আসার কথা বলে আসামী দেওয়ান ও ফুল মিয়া। এ সময় সাজারুল নৌকা নিয়ে তাদের কাছে গেলে আসামীরা সাজারুল মিয়াকে কোমল পানীয়ের সাথে চেতনানাশক মিশিয়ে খাইয়ে দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় সাজারুলের ভাই মোশাহিদুল বাদী হয়ে জামালগঞ্জ থানায় মামলা করেন। আদালতে দীর্ঘ শুনানি শেষে বুধবার এই রায় ঘোষণা করেন আদালত।

সুনামগঞ্জের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন জানান, এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। আসামীরা পলাতক রয়েছে। তাদের ধরতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

Share





Related News

Comments are Closed