ইচ্ছাকৃত ঋণখেলাপিরা বিমানে ভ্রমণ করতে পারবেন না
বৈশাখী নিউজ ডেস্ক: ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ করছেন না- এমন ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোকে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের তালিকা তৈরি করতে নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংক থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
এছাড়াও ইচ্ছাকৃত ঋণখেলাপির তালিকা গাড়ি-বাড়ি-ফ্ল্যাট ও জমি ইত্যাদি নিবন্ধন কর্তৃপক্ষের কাছে পাঠাবে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বিদ্যমান আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ইচ্ছাকৃত ঋণখেলাপিরা বিমান ভ্রমণ করতে পারবেন না। তারা নিজ নামে ট্রেড লাইসেন্স নিতে পারবেন না। রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক অ্যান্ড কোম্পানিজ ফার্মস থেকে কোনো কোম্পানির নিবন্ধন নিতে পারবেন না। একই সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকেও কোনো অনুমোদন পাবেন না তারা। ইচ্ছাকৃত ঋণখেলাপিরা কোনো রাষ্ট্রীয় পুরস্কার বা সম্মাননা পাবেন না।
এ ছাড়া কোনো ইচ্ছাকৃত খেলাপি তার সব ঋণ পরিশোধ করার পর ৫ বছর অতিক্রম না হওয়া পর্যন্ত তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হতে পারবেন না।
ইচ্ছাকৃত ঋণখেলাপিদের তালিকা চূড়ান্ত করার পর কেন্দ্রীয় ব্যাংক ওইসব তালিকা সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে পাঠাবে। আইন অনুযায়ী, ওইসব দপ্তর ইচ্ছাকৃত ঋণখেলাপিদের সংশ্লিষ্ট সেবা প্রদানে বিরত থাকবে।
সূত্র : যুগান্তর
Related News
জামানত ছাড়াই প্রবাসীরা পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ
বৈশাখী নিউজ ডেস্ক: জামানত ছাড়াই ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেনRead More
দাম বেড়েছে এলপি গ্যাসের, ১২ কেজি ১৪৫৬ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: অক্টোবরে ১২ কেজি এলপিজির দর ৩৫ টাকা বেড়ে ১৪৫৬ টাকা হয়েছে। আরRead More
Comments are Closed