সিলেটে ‘বিকাশ’ প্রতারক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিকাশের মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে ইকবাল হোসেন কামরুল নামের এক ব্যক্তিতে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) সিলেটের জকিগঞ্জ উপজেলার বিলবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের ৭ এপিবিএন টিম।
গ্রেফতারকৃত ইকবাল হোসেন কামরুল জকিগঞ্জ উপজেলার কাজলসার এলাকার আব্দুল খালিকের পুত্র।
সোমবার (৫ জানুয়ারি) সকালে পুলিশের ৭ এপিবিএন’র অধিনায়কের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আফজল হোসেন নামের এক ব্যক্তির ২৬ হাজার পাঁচশ’ টাকা বিকাশে প্রতারণার মাধ্যমে নিয়ে গেছে জানিয়ে এসএমপি’র মোগলাবাজার থানায় গত ১২ জানুয়ারি একটি সাধারণ ডায়েরি করা হয়। তার পাশাপাশি তিনি পুলিশের ৭ এপিবিএন টিমকে বিষয়টি অবহিত করেন।
তার সূত্র ধরে ৭ এপিবিএন টিম জানতে পারেন যে, প্রতারক কামরুল অনেক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে। এর ধারাবাহিকতায় ৭ এপিবিএন সিলেট সাইবার টিম প্রতারক ব্যক্তিকে শনাক্ত করে এবং তার অবস্থান নিশ্চিত করার পর ৭ এপিবিএন এর অপারেশন টিম পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)/ এস এম আল মামুনের নেতৃত্বে রোববার তাকে গ্রেফতার করতে সমর্থ হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ইকবাল হোসেন কামরুল প্রতারণার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
Related News
গোলাপগঞ্জে নদীভাঙনে বিলীন শতবর্ষের প্রাচীন মসজিদ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার প্রাচীনতম শতবর্ষ পুরনো পাঞ্জেখানা মসজিদটি বিলীন হয়ে গেছে সুরমা নদীরRead More
সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় চিনির চালান জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই চিনির চালান জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ডRead More
Comments are Closed