নতুন করে বাড়ি-গাড়ি কিনতে পারবেন না ঋণখেলাপিরা
বৈশাখী নিউজ ডেস্ক: খেলাপি ঋণ কমাতে ১১ দফা রোডম্যাপ ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। কোনো গ্রাহক ঋণ নিয়মিত পরিশোধ না করলে তাকে ইচ্ছাকৃত খেলাপি হিসেবে চিহ্নিত করা হবে।
এসব খেলাপিদের বিভিন্নি সুবিধা থেকে বঞ্চিত করা হবে। তারা নতুন করে জমি, বাড়ি-গাড়ি কিনতে পারবেন না। এমনকি নতুন ব্যবসাও খুলতে পারবেন না।
রোববার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।
এ তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের।
সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হকসহ অন্যান্য কর্মকর্তারা।
Related News
জামানত ছাড়াই প্রবাসীরা পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ
বৈশাখী নিউজ ডেস্ক: জামানত ছাড়াই ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেনRead More
দাম বেড়েছে এলপি গ্যাসের, ১২ কেজি ১৪৫৬ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: অক্টোবরে ১২ কেজি এলপিজির দর ৩৫ টাকা বেড়ে ১৪৫৬ টাকা হয়েছে। আরRead More
Comments are Closed