Main Menu

সিলেটে ট্রাক চাপায় ফুট খেলোয়াড়ের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলা বাদাঘাটে বালুবাহী ট্রাক চাপায় মো. তারেক আহমদ মোহন (২৫) নামের এক ফুটবল খেলোয়াড়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৪ ফ্রেবুয়ারি) দুপুর ১২টার দিকে বাদাঘাট এলাকার আমাউড়ায় এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি ভাঙচুর করেছে।

নিহত মোহন সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের নলকট গ্রামের মকবুল আলীর ছেলে। মোহন সিলেট সদর উপজেলা ক্লাবসহ বিভিন্ন ক্লাবে নিয়মিত ফুটবল খেলতেন। পাশাপাশি তিনি সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

জানা যায়, প্রায় দুই মাস আগে সৌদি আরব থেকে দেশে আসে মোহন। দেশে থাকাকালীন খুব ভালো ফুটবল খেলতো সে। প্রবাস থেকে এসেও সে ফুটবল খেলা ছাড়তে পারেনি। শনিবারও একটি টুর্নামেন্টে অংশ নিয়েছিল সে। খেলাধুলার পাশাপাশি সে নিজের সিএনজিচালিত অটোরিকশা চালাতো। আগামী ১৭ ফেব্রুয়ারি তার বিয়েরও তারিখ ছিলো।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে সে অটোরিকশা নিয়ে বের হয়ে শামাউরাকান্দি এলাকায় যায়। সেখানে একদিকে দ্রুতগতিতে চলছে বালুবাহী ট্রাক, অপরদিকে স্কুলের শিশুরা রাস্তা পার হচ্ছে। ঘটনার সময় একটি দ্রুতগামী বালুবাহি ট্রাক দেখে সে এগিয়ে গিয়ে শিশুদের রাস্তা পার করে দিতে যায়। আগে থেকে সিগন্যাল দিলেও একটি দ্রুতগতির ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed