Main Menu

কবি নজরুল অডিটোরিয়াম সংস্কারের দাবীতে অবস্থান কর্মসূচি পালিত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রিকাবীাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম দ্রুত সংস্কারের দাবিতে শনিবার (২৭ জানুয়ারি) ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট।অবস্থান কর্মসূচি চলাকালে শিল্পীরা প্রতিবাদী সাংস্কৃতিক পরিবেশনা করেন।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি রজত কান্তি গুপ্ত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদের পরিচালনায় অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন রানা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শামসুল আলম সেলিম,বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, রানা কুমার সিনহা, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আজাদ, বিশিষ্ট ,সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন,সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট এর সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, মুক্তিযুদ্ধ গবেষক অপুর্ব শর্মা, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার বিভাগীয় সাধারণ সম্পাদক নীলাঞ্জনা দাশ যুঁই, বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সুকান্ত গুপ্ত প্রমুখ।

এছাড়াও সাংস্কৃতিক নেতৃবৃন্দের মধ্যে সংহতি জানিয়ে উপস্থিত, বিশিষ্ট কবি এ কে শেরাম, নাট্য সংগঠক ও তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, সংস্কৃতিজন বিভাষ শ্যাম পুরকায়স্থ যাদন, নাট্যজন আশুতোষ ভৌমিক বিমল, নাট্যজন খোয়াজ রহিম সবুজ, নাট্যজন নীলাঞ্জন দাস টুকু, নাট্য পরিষদের পরিচালক অনুপ কুমার দেব, অর্ধেন্দু কুমার দাশ, উদীচী সিলেটের সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, কবি আবিদ ফয়সাল, আবৃত্তি শিল্পী নাজমা পারভিন, নাট্য সংগঠক হুমায়ুন কবির জুয়েল, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষের সভাপতি বিকাশ কান্তি দাস, সাধারণ সম্পাদক অরবিন্দ দাশগুপ্ত বিভু,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি নাজিকুল ইসলাম ভুঁইয়া রানা,নাট্য পরিষদের সাবেক নির্বাহী ধ্রবজ্যোতি দে, শতভিষার মুখ্য নির্বাহী রীমা দাস, নাট্য পরিষদের প্রচার সম্পাদক দিবাকর সরকার শেখর, কার্যনির্বাহী সদস্য তন্ময় নাথ তনু, সংহতি জানিয়ে সংগীত পরিবেশন বিশিষ্ট বাউল শিল্পী বশির উদ্দিন সরকার, সংগীত শিল্পী পল্লবী দাস মৌ সহ শিল্পীরা।

সভায় বক্তারা বলেন, বিগত দুই বছর ধরে সিলেটের নাট্য ও সংস্কৃতিকর্মীরা কবি নজরুল অডিটোরিয়াম সংস্কারের দাবি জানিয়ে আসছে, কিন্তু পরিতাপের বিষয় সংস্কৃকর্মীদের যৌক্তিক দাবি মানা হয়নি,অডিটোরিয়াম এর শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, আলোক বাতির সরঞ্জাম নষ্ট হয়ে ব্যবহার অনুপযুক্ত হয়ে পরে আাছে,মঞ্চের পাটাতন ও হলের ছাদের নষ্ট অংশ মেরামত, মুক্তমঞ্চ রং সহ বিভিন্ন সমস্যা সমাধানে কতৃপক্ষের উদাসীনতা দুঃখজনক।

তাঁরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আধুনিক ও স্মার্ট বাংলাদেশের অভিযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন, তাই স্মার্ট সাংস্কৃতিক পরিবেশ তৈরী করা সময়ের দাবি। নেতৃবৃন্দ সংস্কৃতির শক্তিতে অপসংস্কৃতি দূর করতে সরকারের সহযোগিতা কামনা করে কবি নজরুল অডিটোরিয়াম দ্রুত সংস্কারের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed