Main Menu

সুমন কুমার দাশকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন কুমার দাশ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩ লাভ করায় অভিনন্দন জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব।

বৃহস্পতিবার এক অভিনন্দন বার্তায় তার উত্তরোত্তর সাফল্য করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

ফোকলোরচর্চায় বিশেষ অবদান রাখায় এ পুরস্কার লাভ করেন সুমন কুমার দাশ। বুধবার পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করে বাংলা একাডেমি।

অভিনন্দন বার্তায় সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল বলেন, সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে লোকসাহিত্য নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সুমন কুমার দাশ। তার প্রচেষ্টায় সমৃদ্ধ হয়েছে বাংলাদেশের লোকজ সাহিত্য। প্রত্যন্ত অঞ্চল ঘুরে তিনি উদ্ধার করেছেন লোকজ সম্পদের ভাণ্ডার।

প্রেসক্লাব নেতৃবৃন্দ মনে করেন, বাংলা একাডেমি সুমন কুমার দাশের সে নিরলস শ্রম ও প্রচেষ্টার যথার্থ মূল্যায়ন করেছে। এ স্বীকৃতি তার কর্মপরিধিকে আরও বাড়িয়ে দেবে যা বাংলা সাহিত্যকেই সমৃদ্ধ করবে।

Share





Related News

Comments are Closed