সিলেট নগরীতে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল

বৈশাখী নিউজ ডেস্ক: স্বৈরাচার পতন দিবস উপলক্ষে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (৬ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় সিটি পয়েন্টে বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ শহিদমিনারের সামনে গিয়ে শেষ হয়।
বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা সমন্বয়ক, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান এর সভাপতিত্বে ও বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সনজয় কান্ত দাশ এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি সিরাজ আহমদ, সিপিবি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, উদীচী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক রতন দেব, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ডাঃ হরিধন দাশ প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশ আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশে রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। বর্তমান আওয়ামী সরকার দেশে চরম ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম করেছে। সরকার নির্বাচন কে প্রহসনে পরিণত করেছে। ডামি প্রার্থী-কিংস্ পার্টি দিয়ে জনমতকে উপেক্ষা করে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মাধ্যমে একতরফা নির্বাচনের লক্ষ্যে ফরমায়েশি তফসিল বর্তমান রাজনৈতিক সংকটকে আরও জটিল করে তুলছে। বক্তারা অবিলম্বে জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে একতরফা নির্বাচন তফসিল বাতিলের আহ্বান জানান। বিজ্ঞপ্তি
Related News

শাবিতে ছাত্রদলের কর্মসূচি, কারণ দর্শানো নোটিশ প্রশাসনের
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও দলীয়Read More

ওসমানী হাসপাতলে রোগীর স্বজনকে মারধর, চিকিৎসককে অব্যাহতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগে এক চিকিৎসককেRead More
Comments are Closed