তাহিরপুরের যাদুকাটায় দুই শ্রমিকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে যাদুকাটা নদীর লাউড়েরগড় এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।
এর আগে শনিবার রাত ৭টার দিকে কাজ শেষ করে বাড়িতে ফেরার পথে তাদের বহনকারী বারকি নৌকাটিকে একটি স্টিলবডি নৌকা ধাক্কা দিলে তা ডুবে যায়। নিহতরা হলেন-উপজেলার চিকসা গ্রামের নুরুল আমিন ও সাময়ূন কবির।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাতটার দিকে যাদুকাটা নদীতে কাজ শেষে বারকি নৌকা করে বাড়ি ফিরছিলেন একদল শ্রমিক। এসময় বিপরীত দিক থেকে আসা একটি স্টিলবডি নৌকা শ্রমিক বহনকারী বারকি নৌকাটিকে ধাক্কা দিলে এটি ডুবে যায়। এতে দুই শ্রমিক নিখোঁজ হোন। পরে রবিবার সকাল ৮টায় ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার করেন।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, নিহত দুই শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
সৌদি প্রবাসী হত্যাকান্ডে আরো তিন আসামি গ্রেফতার
বিশেষ প্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে সৌদি প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহান হত্যাকান্ডে আরো তিন আসামিকে গ্রেফতার করেছেRead More
মহিবুর রহমান মানিকের জামিন
বৈশাখী নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় সাবেক এমপি মহিবুর রহমানRead More
Comments are Closed