দিরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মাহবুব আলম চৌধুরী (৩৫) নামের এক ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
তিনি শাল্লা উপজেলার শাল্লা গ্রামের মরহুম গিয়াস উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে দিরাই পৌর এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের কাছে দিরাই-মদনপুর সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিহত মাহবুব চৌধুরী একজন ফার্মেসি ব্যবসায়ী। দিরাই’র নতুন কর্নগাঁও বাজারে তার দোকান রয়েছে। প্রতিদিনের ন্যায় রাতে দোকান থেকে দিরাই শহরের বাসায় ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তিনি। পথচারীরা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে এখনো জানা যায়নি। আমরা কারণ উদঘাটনে কাজ করছি।
Related News
জগন্নাথপুরে গাছের ডালে ঝুলে ছিল যুবকের মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে গলায় ফাঁস লাগানো অবস্থায় গাছের ডালের সঙ্গে ঝুলে ছিল গুলজারRead More
বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ শুরু ২০ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে আগামী ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত দুইRead More
Comments are Closed