Main Menu

মাধবপুরে ট্রাক চাপায় হেলপার নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের নিচে চাপা পড়ে নবী মিয়া (৩০) নামের এক ট্রাক হেলপার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার জগদীশপুর গ্লোবাল ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার ভোর ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর গ্লোবাল ফিলিং স্টেশনে থামে একটি ট্রাক। এসময় হেলপার নবী মিয়া ট্রাকটির পেছনে দাঁড়ানো অবস্থায় অপর একটি ট্রাক তার পিছনে এসে থামে। নবী মিয়া তার ট্রাকের চালককে ট্রাকটি একটু সামনে নিতে বলে। চালক ভুল বুঝে পেছনে ব্যাক করলে নবী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

ট্রাকের চালক সোহাগ মিয়া জানান, নিহত হেলপার কুমিল্লা জেলার কোতোয়ালী থানাধীন খালিয়াজুড়ি গ্রামের বাসিন্দা।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পেট্রল টিমের এএসআই মো. বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

Share

Related News

Comments are Closed