Main Menu

অমতে বিয়ে দেয়ায় তরুণীর আত্মহত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে শারীরিক প্রতিবন্ধী যুবকের সাথে বিয়ে দেওয়ায় ছোটনি বেগম (১৯) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। তিনি মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের চক রাজেন্দ্রপুর গ্রামের তাজুল ইসলামের মেয়ে।

পুলিশ সুত্রে জানা যায়, পাঁচ মাস আগে ছোটনিকে তার ইচ্ছার বিরুদ্ধে প্রতিবন্ধী দ্বীন ইসলামের সাথে বিয়ে দেয়া হয়। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৭ টায় ছোটনি বেগম তার স্বামীর বসতঘরে কীটনাশক সেবন করে আত্মহত্যা করেন। বিষয়টি টের পেয়ে আশেপাশে লোকজনদের সহায়তায় ভিকটিমের শাশুড়ি মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মাধবপুর থানার এসআই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ প্রেরণ করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করেছেন।

 

Share





Related News

Comments are Closed