এলডিপির ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির সঙ্গে একাত্মতা জানিয়ে আগামী ১৫ ও ১৬ নভেম্বর সারাদেশে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
সোমবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে এ ঘোষণা দেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
তিনি এলডিপি নেতাকর্মী ও দেশবাসীকে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানিয়েছেন।
দেশবাসীর উদ্দেশে অলি আহমদ বলেন, আপনারা অবরোধ পালন করুন। কিছু দিনের জন্য গাড়ি বের করবেন না। রাস্তায় দাঁড়িয়ে এই সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করুন। প্রয়োজনবোধ করলে আমাদের কর্মসূচিতে যোগদান করুন। ইনশাআল্লাহ, বিজয় আসবে।
এদিকে এদিন বিকেলে এক দিন বিরতি দিয়ে আবারও দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
তিনি জানান, ১৫ নভেম্বর (বুধবার) ভোর ৬টা থেকে ১৭ নভেম্বর (শুক্রবার) ভোর ৬ টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি।
রুহুল কবীর রিজভী বলেন, কারাবন্দি বিএনপি নেতাদের মুক্তি, সমাবেশে হামলা ও নেতাদের হত্যার প্রতিবাদে, সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও সংসদ ভেঙে দেওয়ার দাবিতে এই ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালিত হবে। বিএনপির পাশাপাশি সমমনা দলগুলোও এই কর্মসূচি পালন করবে।
Related News
বিএনপির ৩ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২১Read More
সারাদেশে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া সঠিক হয়নি : মির্জা ফখরুল
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া সঠিক হয়নি বলে মন্তব্য করেছেনRead More
Comments are Closed