Main Menu

পঞ্চগড়ে আগাম জাতের ধান কাটার ধুম

সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: হেমন্ত কালের শুরু থেকেই পঞ্চগড়ে আগাম বিনা-৭ জাতের ধান কাটার ধুম পড়েছে। আর্শ্বিন ও কার্তিক মাসের অভাবের সময় ধান কাটতে পেরে কৃষকের চোখে মুখে হাসির ঝিলিক।

কৃষি অফিস সুত্রে জানা গেছে, জেলায় ৬ হাজার ৫০০ হেক্টর জমিতে আগাম বিনা-৭ ধান লাগানো হয়েছে। এখন কৃষকরা ব্যস্ত হয়ে পড়েছেন আগাম জাতের ধান মাড়াইয়ের কাজে। আগাম জাতের নতুন ধান কৃষকদের ঘরে নবান্ন উৎসবের আমেজ শুরু হয়েছে। এ বছর আবহাওয়া অনুকুলে থাকার কারণে আবাদ ভাল হওয়ায় ফলন ভাল হয়েছে বললেন ছেতনাইপাড়া গ্রামের কৃষক ওসমান গণি।

সোনাপাড়া গ্রামের সিরাজুল ইসলাম জানান, তিনি ইতি মধ্যে ১ একর জমিতে বিনা-৭ ধান কেটেছেন। ফলনও ভাল হয়েছে। বাজারে দাম ও পেয়েছেন ভাল। বর্তমান বাজারে প্রতিবস্তা ধান বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২২৫০ টাকা দরে। গ্রাম এলাকায় অভাবের দিনে বিনা-৭ ধানের দাম বেশী পাওয়ায় কৃষকেরা মহাখুশি।

 

 

Share





Related News

Comments are Closed