পঞ্চগড়ে আগাম জাতের ধান কাটার ধুম
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: হেমন্ত কালের শুরু থেকেই পঞ্চগড়ে আগাম বিনা-৭ জাতের ধান কাটার ধুম পড়েছে। আর্শ্বিন ও কার্তিক মাসের অভাবের সময় ধান কাটতে পেরে কৃষকের চোখে মুখে হাসির ঝিলিক।
কৃষি অফিস সুত্রে জানা গেছে, জেলায় ৬ হাজার ৫০০ হেক্টর জমিতে আগাম বিনা-৭ ধান লাগানো হয়েছে। এখন কৃষকরা ব্যস্ত হয়ে পড়েছেন আগাম জাতের ধান মাড়াইয়ের কাজে। আগাম জাতের নতুন ধান কৃষকদের ঘরে নবান্ন উৎসবের আমেজ শুরু হয়েছে। এ বছর আবহাওয়া অনুকুলে থাকার কারণে আবাদ ভাল হওয়ায় ফলন ভাল হয়েছে বললেন ছেতনাইপাড়া গ্রামের কৃষক ওসমান গণি।
সোনাপাড়া গ্রামের সিরাজুল ইসলাম জানান, তিনি ইতি মধ্যে ১ একর জমিতে বিনা-৭ ধান কেটেছেন। ফলনও ভাল হয়েছে। বাজারে দাম ও পেয়েছেন ভাল। বর্তমান বাজারে প্রতিবস্তা ধান বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২২৫০ টাকা দরে। গ্রাম এলাকায় অভাবের দিনে বিনা-৭ ধানের দাম বেশী পাওয়ায় কৃষকেরা মহাখুশি।
Related News
ডোমারে অর্থ আত্মসাতের অভিযোগে আ.লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মাসাতের অভিযোগ এনেRead More
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ৯
বৈশাখী নিউজ ডেস্ক: ঠাকুরগাঁওয়ে পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরওRead More
Comments are Closed