Main Menu

নতুন যেসব ফিচার আনছে ইনস্টাগ্রাম

প্রযুক্তি ডেস্ক: ফটো-ভিডিও শেয়ার করে নেওয়ার জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রাম নিয়ে আসছে চারটি নতুন ফিচার। এর আগেও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের কথা মাথায় রেখে একাধিক বিশেষ ফিচার নিয়ে এসেছে।

এবার অডিও নোট-সেলফি ভিডিও নোটে নতুন ফিচার আনছে ইনস্টাগ্রাম। এ ছাড়াও জন্মদিন এবং স্টোরি পোস্টের ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আনছে ইনস্টাগ্রাম।

জানা যাচ্ছে, মেটা শিগগিরই এই নতুন ফিচারগুলো পরীক্ষামূলকভাবে আনবে। সংস্থার আশা ব্যবহারকারীরা নতুন এই ফিচারগুলো পছন্দ করবেন।

জন্মদিনকে বিশেষ করে তুলতে প্রোফাইলে বার্থডে এফেক্ট যুক্ত করা যাবে বলে জানা যাচ্ছে।

সেলফিসহ ভিডিও নোট পাঠানো যাবে। অডিও নোটের মাধ্যমে ইনস্টাগ্রাম ব্যবহারকারী নিজস্ব মতামত প্রকাশ করতে পারবেন।

আপনজনের সঙ্গে বিশেষ মুহূর্ত শেয়ার করে নিতে চাইলে একাধিক স্টোরি পোস্ট করতে পারবেন। সেই সঙ্গে কারা আপনার কোন স্টোরি দেখবেন সেই তালিকাও তৈরি করতে পারবেন।

Share

Related News

Comments are Closed