কমলগঞ্জে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু, ছেলে আহত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে ব্রিজ পারাপারের সময় পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জোসনা বেগম (৩১) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময়ে নিহতের কোলে থাকা আবিদুর রশীদ সাড়ে ৩ বছরের ছেলে গুরুতর আহত হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভানুগাছ স্টেশনের আউটার সিগন্যালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অসুস্থ ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে ভানুগাছ যাওয়ার জন্য ব্রিজ পারাপার হচ্ছিলেন জোসনা। এসময় সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় তার কোলে থাকা ছেলে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Related News
কমলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিজিবির মতবিনিময় সভা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে উদযাপনেরRead More
দুর্গাপূজায় পূর্ণ বোনাস এবং বকেয়া মজুরি পরিশোধের দাবি চা-শ্রমিক সংঘের
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের উৎসব বোনাস প্রদানে অনিয়মের অভিযোগ করেছেন চা-শ্রমিকRead More
Comments are Closed