চাপের মুখে ড্যাপ সংশোধনে গভীর উদ্বেগ ও নিন্দা

বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এডভোকেট, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে ঢাকা ডিলেইটেড প্লান সংশোধিত বিশত অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) চাপের মুখে সংশোধন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের গভীর উদ্বেগ, উৎকণ্ঠা ও তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, ভূমি ডাকাতরা তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধি হাছিলের লক্ষ্যে ২০০৭ সালে ১/১১ প্রণিত ড্যাপের কার্যক্রমে বাধা দিয়েছিল।
গাজীপুরের চৌরাস্তায় সেই দিন সাধারণ মানুষকে বলে ছিল ড্যাপ বাস্তবায়ন হলে তাদের বসতভিটা থাকবে না। এই মিথ্যা ও বানোয়াট কথা বলে সেদিন এ মানুষদের উস্কে দিয়ে রাজপথে চরম অরাজকতা, বিশৃঙ্খলা ও প্রায় ১০০টি গাড়ী ভাংচুর করে।
সংশোধিত বর্তমান ড্যাপে বেশকিছু ক্ষেত্রে ছাড় দেয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টিতে ছাড়া দেয়া হয়েছে তা হলো ফ্লোর এরিয়া রেশিও (ফার)। ভবন বা যে কোন স্থাপনা নির্মাণের ক্ষেত্রে পরিবেশ বান্ধব হওয়া বর্তমানে সবচেয়ে জরুরী বিষয়। এ বিষয়কেও উপেক্ষা করা হয়েছে। স্বল্প পরিষদের উচ্চতলা বিল্ডিং নির্মাণে প্রাধান্য দেয়া হয়েছে।
স্থপতি বিশেষজ্ঞদের ৮ দফা নির্দেশনাকে আমলে নেয়া হয়নি। গণমাধ্যমে স্থপতি বিশেষজ্ঞরা দুঃখ করে বলেছেন রিহ্যাব এবং ভূমি ব্যবসায়ীদের পক্ষ থেকে যে প্রস্তাবনা, এজেন্ডা দেয়া হয়েছে সেগুলো আমলে নেয়া হয়েছে, বর্তমানে তা দৃশ্যমান। এখানে নদী-নালা, খাল-বিল ও জীব-বৈচিত্রকে গুরুত্ব দেয়া হয়নি।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিন মুক্ত জলাশয় ও নদী-নালা, খাল-বিল রক্ষার জন্য বিভিন্ন সময় জাতিকে বক্তব্যের মাধ্যমে নির্দেশনা দিয়েছেন। কিন্তু কিভাবে স্থপতি বিশেষজ্ঞদের মতামতকে উপেক্ষা করে ড্যাপ সংশোধিত হল তা বড়ই পরিতাপের বিষয়। এই ভূমি ডাকাতরাই ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলের সকল মুক্ত জলাশয়, খাল-বিল দখল করে ঢাকাকে বিশ্বের অন্যতম দুষিত নগরীতে পরিণত করেছে।
চাপের মুখে নয় ঢাকা শহরের মুক্ত জলাশয়, খাল-বিল, নদী-নালা, বিনোদনের জন্য পার্ক, খালি মাঠ, উদ্যান হেফাজতের লক্ষ্যে সংশোধিত ড্যাপ বাতিল করে স্থপতি ও পরিবেশ বিশেষজ্ঞদের সমন্বয়ে ড্যাপ বাস্তবায়ন করার জন্য সরকারের নিকট জোর দাবী জানান নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
Related News

শাহজালাল (রহ:) মাজার ও ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দের র্যালী
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা:) উদযাপন মহানবী সাঃ এর উম্মতদের জন্য সবচেয়ে বড়Read More

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সিলেটে ছাত্রলীগের দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ। ১৯৪৭Read More
Comments are Closed