Main Menu

হবিগঞ্জে হিট স্ট্রোকে মাছ ব্যবসায়ীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে সিরাজ আলী (৬০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দাউদনগর বাজারে এ ঘটনা ঘটে।

সিরাজ আলী সদর উপজেলার পইল গ্রামের বাসিন্দা। তিনি প্রতিদিনই ফেরি করে গ্রামে গ্রামে মাছ বিক্রি করতেন।

প্রতিদিনের মতো রোববারও শায়েস্তাগঞ্জ পৌরসভার মহলুল সুনাম, জগন্নাথপুর, বিরামচর এলাকায় ফেরি করে মাছ বিক্রি করেন তিনি। এক পর্যায়ে প্রচণ্ড রোদে ক্লান্ত হয়ে দাউদনগর বাজারে আসেন। শরীর অসুস্থ অনুভব হলে রাস্তার পাশে বসে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান। পথে দাউদনগর বাজারে তার মৃত্যু হয়।

শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাছ ব্যবসায়ী সিরাজ আলী প্রচণ্ড গরমের কারণে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed