Main Menu

ক্রিকেটে ভারতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের প্রথম জয়

স্পোর্টস ডেস্ক: ইতিহাস যতই বিপক্ষে থাকুক, নিজেদের দিনে বাংলাদেশ অনন্য; সেটাই প্রমাণ করল নারী ক্রিকেট দল। শক্তিশালী ভারতের বিপক্ষে  প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ।

আগের পাঁচ দেখায় একবারও জিততে পারেনি বাংলাদেশের মেয়েরা। তবে ষষ্ঠ দেখায় সে অন্য বাংলাদেশ।

রোববার (১৬ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম দেখল বাংলাদেশের মেয়েদের প্রথম জয়। ভারতকে হারিয়েছে তারা ৪০ রানে।

টস হেরে ব্যাট করতে নেমে বৃষ্টির কারণে ৪৪ ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশ করে ১৫২ রান।

ডাকওয়ার্থ লুইস-স্টার্ন পদ্ধতিতে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৫৪ রানের। ৩৫.৫ ওভারে সফরকারীরা গুটিয়ে যায় স্রেফ ১১৩ রানে।

শুরুতেই দুই ওপেনারকে ফেরান ভারতীয় বোলাররা। ভারতীয় বোলারদের চাপে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৪ রান জমা করে স্বাগতিকরা। মাঝে ৬ থেকে ১০ পাঁচ ওভারে কোনো রানই যোগ করতে পারেনি বাংলাদেশ। পরে ফারজানা ও নিগার সুলতানার লড়াইয়ে চাপ কাটিয়ে উঠে বাংলাদেশ। পরে বৃষ্টিতে কিছু সময় বন্ধ থাকে খেলা। কমে আসে ম্যাচের পরিধি। তবে গতি আসেনি রানে।

বৃষ্টি শেষে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ২৭ রানে সাজঘরে ফিরতে হয় ফারজানাকে। ঋতু মনিও হাল ধরতে পারেননি। ১৮ বল থেকে ৮ রান করে সাজঘরের পথ ধরেন তিনিও। তবে রাবেয়া খানকে নিয়ে লড়াই চালিয়ে যান নিগার সুলতানা। ৬৪ বলে ৩৯ রান করে সাজঘরের পথ ধরতে হয় তাকেও। ফলে শঙ্কা সৃষ্টি হয় দেড়শ পার করা নিয়েও।

তবে শেষ দিকে ফাহিমা, সুলতানা ও মারুফার ব্যাটে সেই শঙ্কা কাটায় বাংলাদেশ। নির্ধারিত ৪৪ ওভার শেষে ৯ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১৫২ রান জমা করে বাংলাদেশের মেয়েরা। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আমাজত কৌর।

Share





Related News

Comments are Closed