ফ্যাসিবাদের পতন ঘন্টা বাজতে শুরু করেছে : খন্দকার মুক্তাদির

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জাতির ঘাড়ে জগদ্দল পাথরের ন্যায় বসে থাকা ফ্যাসিবাদী শাসনের বিদায় ঘন্টা বাজতে শুরু করেছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে। জুলুম-নিপীড়ন ও ষড়যন্ত্র এবার কোন কাজে আসবেনা। নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, সরকার নিশ্চিত পরাজয় বুঝতে পেরে আবারো দেশব্যাপী হামলা-মামলা, গণগ্রেফতারের হিংসাত্মক রাজনীতি শুরু করেছে। নিত্যপণ্যের উর্ধ্বগতিতে খেটে খাওয়া মানুষ আজ না খেয়ে ধুকছে। আর সরকারের মন্ত্রী এমপিরা উন্নয়নের বুলি শুনিয়ে লুটপাট-দুর্নীতিতে ব্যস্ত সময় পার করছে। জনগণের দুঃখ-কষ্ট নিয়ে তাদের কোন মাথাব্যাথা নাই। তারা গদি চায়, তারা ক্ষমতা চায় আর লুটপাট করে নিজেদের আখের গোছাতে চায়। তাদের মধ্যরাতে ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিনত হয়েছে। যত দ্রুত সম্ভভ নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা দিয়ে সরে পড়াই বাকশালী সরকারের জন্য ভালো। অন্যথায় জনরোষে ফ্যাসিস্ট সরকারের মসনদ ভেসে যাবে।
রবিবার (২৮ মে) বিকেলে নগরীর ঐতিহাসিক রেজিষ্ট্রারী মাঠে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচীর শুরুর পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্থ আদালত ও সরকারকর্তৃক অবজ্ঞা, গায়েবি মামলায় গণগ্রেপ্তার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊধর্বগতি, বিদ্যুতর লোডশেডিং ও সরকারের সর্বগ্রাসী দুর্নীতিসহ ১০ দফা দাবিতে অনুষ্ঠিত পদযাত্রা কর্মসূচী বেলা ২টায় নগরীর রেজিষ্টারী মাঠ থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে সুবিদবাজার এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
কর্মসূচীতে সিলেট মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন, ৪২টি ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
Related News

দক্ষিণ সুরমায় চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমা থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রেরRead More

সিলেটে পিকআপ থেকে ছিটকে পড়ে শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমায় পানবাহী পিকআপ থেকে ছিটকে পড়ে এক শ্রমিকের মৃত্যুRead More
Comments are Closed