কাদিয়ানীদের সরকারীভাবে অমুসলিম ঘোষনার দাবি উলামা পরিষদের

বৈশাখী নিউজ ডেস্ক: কাদিয়ানীদের সরকারীভাবে অমুসলিম ঘোষনার দাবিতে উলামা পরিষদ বাংলাদেশ এর উদ্যোগে খতমে নবুওয়াত মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ মে) দুপুর ১২টায় থেকে বিকাল ৫টা পর্যন্ত সিলেট নগরীর রেজিষ্ট্রারী মাঠে এই খতমে নবুওয়াত মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
মহাসমাবেশে বক্তারা বলেন, আমাদের পবিত্র ধর্ম ইসলাম। আমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন। তিনি এক ও দ্বিতীয়। এটা যেভাবে মুসলমানদের মূল বিশ্বাসের অন্তর্ভূক্ত। ঠিক তেমনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ (স.) সর্বশ্রেষ্ট ও সর্বশেষ নবী। প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) এর পর কোন নবী আসবেন না। এটা মুসলমানদের মূল আকিদা বিশ্বাসের অন্তর্ভূক্ত। রাসুলুল্লাহ (স.) সর্বশেষ নবী, এটাই খতেম নবুয়ত। নবীজির পর আর কোন নবী এ পৃথিবীতে আগমন হবে না। এ ব্যাপারে কোন মুসলমান যদি সামন্য পরিমাণ সন্দেহ করে সে মুসলমান থাকতে পারবে না। পবিত্র কোরআনে সুস্পষ্ট ঘোষনা হযরত মুহাম্মদ (স.) শেষ নবী। আর স্বয়ং নবিজী তাঁর হাদিসে বলেছেন, আমি শেষ নবী। আমার পর আর কোন নবী আসবেন না।
কোরআন এবং হাদিসের সুস্পষ্ট ঘোষনা সত্ত্বেও আজ থেকে প্রায় দেড়শত বছর পূর্বে তৎকালীন ব্রিটিশ সরকারের মদদে গোলাম আহমদ কাদিয়ানী নামে অভিশপ্ত ব্যক্তিটি নবুয়তির দাবী করে। সেসময় থেকে তার অনুসারীরা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত দাবী করে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রচার চালিয়ে যাচ্ছে। মুসলিম বিশ্বের অনেক রাষ্ট্রে তাদের অমুসলিম ঘোষনা করা হয়েছে। আমাদের দেশেও কাদিয়ানী ধর্ম অনুসারীদের অমুসলিম ঘোষনার দাবিতে দীর্ঘদিন যাবত আন্দোলন চলছে। অনেক নবীপ্রেমি মুসলমান শাহাদৎ বরণ করেছেন।
কিন্তু অতিব দুঃখের বিষয় অদ্যাবদি মুসলমানের প্রাণের সেই দাবি বাস্তবায়িত হয়নি। ইদানিং কাদিয়ানী ধর্মের অনুসারীরা সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় মসজিদের নামে উপাসনালয় স্থাপন করে ধর্মপ্রাণ মুসলমানদের ঈমান হরনের চেষ্টা করছে। এব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য কাদিয়ানীরা মুসলমানদের ধর্মীয় শব্দাবলী ব্যবহারের অধিকার রাখে না। খৃষ্টান ও অন্যান্য ধর্মের মতো কাদিয়ানী ধর্মালম্বী হিসেবে বসবাস করুক আমাদের কোন আপত্তি নেই। তাই বর্তমানে সরকারের নিকট ৯৫ ভাগ মুসলমানের প্রাণের দাবি নবীর পরে নবী নাই সংসদে আইন চাই।
প্রকাশ থাকে যে, সিলেট সর্বজনীন শ্রদ্ধেয় বর্ষেয়ান আলেমেদ্বীন উপলামা পরিষদের সদ্য প্রয়াত সভাপতি আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ি উক্ত মহাসমাবেশের তারিখ ঘোষণা ও সভাপতিত্ব করার কথা ছিল। কিন্তু তাঁর ইন্তেকালে আজকের মহাসমাবেশ মরহুমের আত্মার মাগফিরাত ও পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
মহাসমাবেশে উলামা পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের বিতঙ্গলী সরকার বরাবরে নিম্নলিখিত প্রস্তাবাবলি পেশ করেন।
প্রস্তাবাবলি হলো- আজকের মহা সমাবেশ প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.)-কে সর্বশেষ নবী অস্বীকারকারী আহমদিয়া মুসলিম জামাত ছদ্মনামধারী কাদিয়ানীদেরকে সরকারিভাবে সংখ্যালঘু অমুসলিম ঘোষণার জোর দাবি। আজকের মহা সমাবেশ ঘোষণা করছে আহমদিয়া মুসলিম জামাত ছদ্মনামধারী কাদিয়ানীরা মুসলমান নয়; বরং ওরা পৃথক ধর্মের অনুসারি। ওরা নিজেদের মুসলিম পরিচয় দিয়ে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে। আজকের মহা সমাবেশ বিভিন্ন নামে আহমদিয়া মুসলিম জামাত ছদ্মনামধারী কাদিয়ানীদের সব ধরনের পণ্যবর্জনের জন্য মুসলমানদের আহ্বান জানানো হচ্ছে। পঞ্চগড়ে কাদিয়ানীদের দায়েরকৃত মিথ্যা মামলার কারণে অনেক গ্রাম আজ পুরুষশূন্য। অনতিবিলম্বে এসব মামলা প্রত্যাহার করতে হবে। সাথে সাথে নিরীহ মুসলমানদের উপর থেকে প্রশাসনিক হয়রানি বন্ধ করতে হবে।
মাওলানা শায়েখ জিয়া উদ্দিন, মাওলানা আলিমুদ্দিন দুর্লভপুরী ও মাওলানা শায়েখ মহসিন আহমদ এর যৌথ সভাপতিত্বে এবং মাওলানা আবুল হুসাইন চাতুলী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা নিয়মত উল্লাহ খাসদবীরি, মুফতি রশিদ আহমদ এবং মাওলানা আহমদ সগীর বিন আমকুনীর যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা মুফতি রশিদুর রহমান ফারুক বরুনা, মাওলানা আব্দুস সোবহান জাউয়া, মাওলানা আব্দুল বছির সুনামগঞ্জী, মাওলানা সামসুদ্দিন দুর্লভপুরী, প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন আহমদ, মাওলানা মুহিউল ইসলাম বুরহান, মাওলানা মোস্তাক আহমদ খান, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবীদ আনোয়ারুজ্জামান চৌধুরী, মাওলানা আহমদ আলী চিল্লা, মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জী, মাওলানা মুহিবুর রহমান মিটিপুরী, মাওলানা মাশুক আহমদ সালামী, মাওলানা আহমদ কবির বিন আমকুনী, মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা মুহিবুর রহমান মক্তিরচক, মাওলানা শায়েখ সাইফুল্লাহ, মাওলানা রেজাউল কবির আবরার, মাওলানা নজরুল ইসলাম তৌয়াক্কুলী, মুফতি মুজিবুর রহমান আঙ্গরা, মাওলানা ইউসুফ আহমদ খাদিমানি, মুফতি আবুল হাসান লামারগ্রামী, এডভোকেট শাহিনুর পাশা চৌধুরী, ক্বারী আব্দুল হাফিজ শাহবাগ, মাওলানা এনুমুল হক বহরগ্রাম, মাওলানা হিলাল আহমদ হরিপুর, মাওলানা জিলাল আহমদ শ্রীরামপুরী, মাওলানা আহমদ বিলাল মৌলভীবাজার, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মাহমুদুল হাসান এল এল বি, মাওলানা তফজ্জুল হক আজিজ, মাওলানা গাজী রহমত উল্লাহ, মাওলানা জুনাইদ কিয়ামপুরী, মাওলানা মুহি উদ্দিন, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা জাকারিয়া মাহমুদ, মাওলানা তালিব উদ্দিন, মাওলানা ইমরান আলম, মাওলানা হাবিব আহমদ শিহাব, মাওলানা নুর আহমদ কাসিমী, মাওলানা আব্দুর রহমান শাহ জাহান, মাওলানা সৈয়দ মাসরুর আহমদ, মাওলানা সাইদ আহমদ, মাওলানা আব্দুল্লাহ গাজীনগরী, মাওলানা দিলওয়ার হোসেন, মাওলানা এহিয়া খান, গোয়াইঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, কানাইঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকের, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম, মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, এডভোকেট মোহম্মদ আলী, মুফতি এবাদুর রহমান, ক্বারী হারুনুর রশিদ প্রমুখ।
Related News

দক্ষিণ সুরমায় চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমা থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রেরRead More

সিলেটে পিকআপ থেকে ছিটকে পড়ে শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমায় পানবাহী পিকআপ থেকে ছিটকে পড়ে এক শ্রমিকের মৃত্যুRead More
Comments are Closed