লন্ডনে খুন হওয়া জগন্নাথপুরের তরুণীর সুটকেসবন্দি লাশ উদ্ধার

প্রবাস ডেস্ক: যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে সুমা বেগম (২৪) নামের এক বাংলাদেশি গৃহবধূকে হত্যার পর সুটকেসে ভরে নদীতে ফেলে দেওয়ার ১১দিন পর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (১১ মে) লন্ডনের টেমস নদী থেকে সুটকেস বন্দি ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে ওই গৃহবধূর স্বামী আমিনুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশ।
সুমা বেগম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত ঠাকুর মিয়ার মেয়ে।
লন্ডন পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত চার বছর আগে সুমা বেগমের তালতো ভাই ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের ঘোড়াডুমবুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আমিনুর রহমানের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান সুমা। পূর্ব লন্ডনের একটি তৃতীয় তলা বাসায় বসবাস করতেন ওই দম্পতি। তাঁদের আড়াই বছর ও চার মাসের দুই সন্তান রয়েছে।
লন্ডন পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল সুমার স্বামী আমিনুর রহমানকে দুই শিশু সন্তানকে সঙ্গে নিয়ে রাস্তায় ঘুরাঘুরি করতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ এসে আমিনুরকে জিঙ্গাসা করলে, সে পুলিশকে বলে তাঁর স্ত্রী সুমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করেন আমিনুর।
এরপর থেকে সুমাকে খুঁজতে শুরু করে পুলিশ। এরমধ্যে সুমার স্বামী গা ঢাকা দিলে পুলিশের এতে সন্দেহ হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে আমিনুর পুলিশের কাছে তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে জানায়, সুমার মরদেহ একটি সুটকেসে ভরে পূর্ব লন্ডনের রিভার লি নদীতে ফেলে দেয়।
এরপর থেকে পুলিশ টানা ১১দিন খোঁজার পর ফেলে দেওয়া স্থান থেকে প্রায় ৬ মাইল দূরে টেমস নদী থেকে গত বৃহস্পতিবার সুটকেস বন্দি সুমার মরদেহ উদ্ধার করে।
লন্ডন পুলিশ গণমাধ্যমকে জানান, বর্তমানে সুমার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে সুমার স্বামীর বিরুদ্ধে আদালতে বিচার কার্য শুরু হয়েছে।
Related News

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জের যুবক নিহত
প্রবাস ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রিপন মিয়া (২১) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।Read More

মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি শ্রমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মালয়েশিয়ার ভবন ধসে ৩ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এখনও চারজন শ্রমিক নিখোঁজRead More
Comments are Closed