বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি আদায় এবং নেতাকর্মীদের ‘গ্রেপ্তার ও হয়রানি’র প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
শনিবার (১৩ মে) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১৯ থেকে ২৭ মে ঢাকা মহানগরসহ দেশের ২৮ জেলায় জন-সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছেন।
শনিবার ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান এ সমাবেশে সভাপতিত্ব করেন।
কর্মসূচি ঘোষণায় মহাসচিব মির্জা ফখরুল বলেন, আগামি ১৯ মে (শুক্রবার) ঢাকা মহানগর উত্তরসহ ২৮ জেলা ও মহানগরে জন সমাবেশ। ২০ মে (শনিবার) ঢাকা মহানগর দক্ষিণসহ ২১ জেলা ও মহানগরে, ২৬ মে (রোববার) ঢাকা মহানগর উত্তরসহ ২০ জেলা ও মহানগরে এবং ২৭ মে ঢাকা মহানগর দক্ষিণসহ ১৫ জেলা ও মহানগরে শান্তিপূর্ণভাবে এ জনসমাবেশ পালন করবে নেতাকর্মীরা।
তার অভিযোগ উচ্চ আদালতের নির্দেশনা অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকার সর্বগ্রাসী দুর্নীতি করছে। এর প্রতিবাদে এবং দশ দফা দাবি বাস্তবায়নের দাবিতে এসব জনসমাবেশ করা হবে।
Related News

শারীরিক অবস্থার অবনতি, খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতেRead More

নিজ দল থেকে বহিষ্কার হলেন জেনারেল ইবরাহিম
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ কল্যাণ পার্টি থেকে দলটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিমকেRead More
Comments are Closed