Main Menu

শাবিতে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

বৈশাখী নিউজ ডেস্ক: শাবিপ্রবিতে শুক্রবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ সেশনে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নিচ্ছেন ৩ হাজার ৭৫১ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবি কেন্দ্রের সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক।

তিনি বলেন, ইতোমধ্যে পরীক্ষার সীটপ্লান হয়ে গেছে, এখন শেষ সময়ের প্রস্তুতি চলছে। পরীক্ষাটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন এ, সি, ডি, ই এবং আইআইসিটি ভবনে অনুষ্ঠিত হবে। এতে ৩ হাজার ৭৫১ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে শুক্রবার (১২ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এছাড়ার পরদিন শনিবার (১৩ মে) ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৪৫৭ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।

Share





Related News

Comments are Closed