Main Menu

সিলেট সিটি নির্বাচন নিয়ে ৫ দলের যৌথ সভা অনুষ্টিত

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, ন্যাপ ও সাম্যবাদী দলের সিলেট জেলা ও মহানগর শাখা সমূহের যৌথ সভা ৪ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নগরের জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

গণতন্ত্রী পার্টি সিলেট জেলা সভাপতি আরিফ মিয়ার সভাপতিত্বে ও জাসদ সিলেট জেলা সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সিলেট জেলা জাসদ এর সভাপতি লোকমান আহমদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা সভাপতি সিকান্দর আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীন বন্ধু পাল, সাম্যবাদী দলের সম্পাদক ব্রজ গোপাল, সিলেট মহানগর জাসদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফারুক আহমদ, সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ সিলেট জেলা সভাপতি এম এ মতিন, অর্থ সম্পাদক নিত্য রঞ্জন দাস, সিলেট জেলা গণতন্ত্রী পার্টি সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ, দপ্তর সম্পাদক আজিজুর রহমান খোকন, সিলেট মহানগর জাসদের দপ্তর সম্পাদক মাহমুদ চৌধুরী, পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, সাম্যবাদী দলের নিবাস চক্রবর্তী, আছাদ মিয়া, ফয়সল আহমদ সজল, বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন রুমেল, সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ছাত্রমৈত্রী সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক বিজয় করিম, হুমায়ুন কবির লিমন, শংকর ঘোষ প্রমুখ।

দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির বিস্তারিত আলোচনা শেষে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে পরবর্তী সভায় সিদ্ধান্ত নেয়ার প্রস্তাবনা পাশ হয়। বিজ্ঞপ্তি

 

Share





Related News

Comments are Closed