Main Menu

গোলাপগঞ্জে এক্সেল একাডেমির যাত্রা শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলা ভাষাভাষীদের ইংরেজি ভাষায় দক্ষ করে তুলতে সিলেটের গোলাপগঞ্জে যাত্রা শুরু করেছে এক্সেল একাডেমি।

মঙ্গলবার (২ মে) দুপুরে পৌরশহরের মার্ভেলাস টাওয়ারের দ্বিতীয় তলায় এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজি আসিদ আলী কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাফিয়াতুর রহমান চৌধুরী রেকন, গোলাপগঞ্জ উপজেলা তাঁতী লীগের সভাপতি আবুল মনসুর চৌধুরী সুমন, ব্যবসায়ী জাকির হোসেন চৌধুরী, সোহেল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা নাজিম উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল আমিন হাসান, সিলেট জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ছোটন, গোলাপগঞ্জ উপজেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নাজিম আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা জাহিদ আহমদ, এক্সেল একাডেমির পরিচালক রোমান আহমদ, পরিচালক জুমাইন চৌধুরী হিমেল, ইনস্ট্রাকটর এনামুর রহমান জাবেদ, হেড অব ডিরেক্টর রেদওয়ান দেওয়ান, আবুল আলম চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, গোলাপগঞ্জে যাত্রা শুরু উপলক্ষে এক্সেল একাডেমি শিক্ষার্থীদের জন্যে দিয়েছে বিশাল ছাড়। প্রতিষ্ঠানটিতে ভর্তি হলেই প্রতি শিক্ষার্থীদের দিচ্ছে তারা ৫০ শতাংশ ছাড়।

ফ্রি হিসেবে প্রতি শিক্ষার্থীর জন্যে রয়েছে আকর্ষণীয় ব্যাকপ্যাক ও ক্যামব্রিজ বুক সেট। এছাড়াও র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে রয়েছে স্মার্টফোনসহ নানা পুরস্কার জেতার সুযোগ।

Share





Related News

Comments are Closed