সাংবাদিক সাজলু’র ভাইয়ের মৃত্যুতে জেলা প্রেসক্লাবের শোক প্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সহযোগী সদস্য ও সিলেট প্রতিদিনের সম্পাদক, এনটিভি ইউরোপের সিলেট বিভাগীয় প্রধান সাজলু লস্করের বড় ভাই মিন্টু লস্করের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল।
বুধবার (১২ এপ্রিল) এক শোক বার্তায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিক সাজলু লস্করের বড় ভাই মিন্টু লস্কর একজন জনদরদী ও জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন। তিনি ব্যক্তি জীবনে ইউপি সদস্য হিসেবে জনগণকে সেবা প্রদান করেছেন। তার এ মৃত্যু অত্যন্তদুঃখজনক ও বেদনাধায়ক।
ক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল মরহুম মিন্টু লস্করের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, মিন্টু লস্কর বুধবার (১২ এপ্রিল) সকাল ৮টা ২০ মিনিটে সিলেটের একটি প্রাইভেট হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ বুধবার বেলা ৩টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সুন্দিশাইল পুর্ব জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। আর ২য় জানাযার নামাজ বুধবার বাদ আসর সিলেট নগরীর মানিক পীর (র:) মাজার প্রাঙ্গনে অনুষ্টিত হয়। এরপর মানিকপীর টিলায় দাফন সম্পন্ন হয়েছে।
Related News

আগুনে ঘর হারানো সাংবাদিক আশরাফের পাশে সিলেট জেলা প্রেসক্লাব
বৈশাখী নিউজ ডেস্ক: আগুনে পুড়ে যাওয়া বসতভিটায় দাঁড়িয়ে সিলেট জেলা প্রেসক্লাবের ‘ভালোবাসার সহায়তা’ তুলে দেওয়াRead More

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মছব্বির, সম্পাদক সুমন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা রোববার (১৪Read More
Comments are Closed