Main Menu

সিলেটে খুঁটি নিয়ে পড়ে গেল ট্রান্সফর্মার, দুই নাট্যকর্মী আহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে খুঁটি নিয়ে পড়ে গেল ট্রান্সফর্মার। এতে মোটরসাইকেল আরোহী নাট্যকর্মী দম্পতি গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের ঝেঁরঝেরি পাড়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন দিগন্ত থিয়েটারের সহসভাপতি অজয় চক্রবর্তী ও তাঁর স্ত্রী নাট্যশিল্পী নন্দিতা তালুকদার দৃষ্টি।

স্থানীয়রা জানান, বিদ্যুতের দুইটি খুঁটিতে ভর করেছিল ট্রান্সফর্মারটি। খুঁটির পাশেই ড্রেনেজ সংস্কার কাজের জন্য মাটি খুঁড়ে রাখেন সিলেট সিটি করপোরেশনের শ্রমিকরা। এ কারণে খুঁটি দুটি হেলে ট্রান্সফর্মারটি ঝুলে পড়ে যায়।

এসময় রাস্তা দিয়ে মোটরসাইকেলে চালিয়ে স্বস্ত্রীক যাচ্ছিলেন অজয় চক্রবর্তী। ট্রান্সফর্মার পড়ে ঝুলে পড়া বিদ্যুৎ লাইন লেগে গিয়ে দুর্ঘটনা কবলিত হয়ে ওই নারীর পা মচকে যায়। সেই সঙ্গে তার স্বামীও গলায় বিদ্যুতের তার জড়িয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

দিগন্ত থিয়েটারের নির্বাহী সদস্য সুমন চৌধুরী জানান, ঝেরঝেরিপাড়া মাদ্রাসার সম্মুখে বিদ্যুতের লাইন এলোমেলোভাবে ফেলে রাখা ছিল। সন্ধ্যার পর মোটরসাইকেলে করে তারা রাস্তা দিয়ে নিয়মিত নাটকের মহড়া কক্ষে আসছিলেন। এসময় গলায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে তারা দু’জন গুরুতর আহত হন। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাদের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকলেও তারা বর্তমানে আশঙ্কামুক্ত।

সুমন চৌধুরী বলেন, সিটি কর্পোরেশনের অবহেলার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। যে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটতে পারতো। তিনি সিলেট নগর কর্তৃপক্ষকে অপরিকল্পিত উন্নয়ন থেকে নগরবাসীকে মুক্তি দেয়ার আহ্বান জানান।

সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগ-২ এর প্রকৌশলী সামছ-ই-আরেফিন বলেন, এখন কোনো বাতাসও নেই যে খুঁটিন বা বিদ্যুৎ লাইন পড়ে যাবে। মূলত; সকাল থেকে ওই স্থানে সিটি করপোরেশনের শ্রমিকরা ড্রেনের কাজ করতে গিয়ে খুঁড়াখুঁড়ি করে। যে কারণে খুঁটি দুটি নিয়ে ৪ হাজার কেভির ট্রান্সফর্মারটি পড়ে যায়। এতে অন্তত দেড় শতাধিক গ্রাহক অন্ধকারে রয়েছেন। ট্রান্সফর্মারটি ঠিক করতে এবং ঝুলে পড়া বিদ্যুৎ লাইন মেরামতে অন্তত ২৪ ঘন্টা সময় লাগবে। ঘটনাটি সিসিকের ভুলের কারণে ঘটলেও তারা এখন স্বীকার করছে না, বলেন তিনি।

সিলেট সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল বলেন, ড্রেনেজ সংস্কারের কাজটি তার মাধ্যমে হয়নি। এটি সিসিক থেকে সরাসরি করা হয়েছে। শ্রমিকরা ড্রেন খুঁড়ে রেখে যাওয়ায় এবং নরম মাটি হওয়াতে খুঁটি ঝুলে গিয়ে ট্রান্সফর্মারটি পড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহি স্বামী স্ত্রী আহত হয়েছেন।

এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর বলেন, নগরের বিভিন্ন এলাকায় ড্রেনেজ সংস্কারের কাজ চলছে। ওই এলাকায়ও কাজ চলছে। তবে ট্রান্সফর্মারের পাশে খুঁড়াখুঁড়ি এবং খুঁটি পড়ে যাওয়ার বিষয়টি তার জানা নেই। তিনি ওই এলাকায় কাজের দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলীর মাধ্যমে খবর নিচ্ছেন।

এদিকে, বিদ্যুতের খুঁটি পড়ে এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়ার কারণে বিক্ষুব্ধ হয়ে ওঠেন জনতা। তারা সিটি করপোরেশন কর্তৃপক্ষকে দায়ি করে বলছেন, সিসিকের অপরিকল্পিত খুঁড়াখুঁড়ির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। আর অন্ধকার পথে মোটরসাইকেলে এক দম্পতি ভাগ্যক্রমে অল্পের জন্য প্রাণে বেচে গেছেন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দায়িদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান এলাকার লোকজন।

 

 

Share





Related News

Comments are Closed