Main Menu

ছাতকে ১৮৪ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করলো লাফার্জ

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে ব্যবসায়ী ও শ্রমিকদের অধিকার আদায়ে আন্দোলনকারী নেতৃবৃন্দের বিরুদ্ধে অবশেষে ১শ’ ৮৪ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করেছে লাফার্জ হোলসিম লিমিটেড।

তারা লাফার্জ-হোলসিম লিমিটেডের ক্রাশিং চুনাপাথর বিক্রি বন্ধের দাবীতে একাধিক আন্দোলন করেছেন।

ব্যবসায়ীদের আন্দোলনে লাফার্জ-হোলসিম লিমিটেডের ক্ষতি হয়েছে এমন অভিযোগ এনে গত বছরের ২ নভেম্বর সুনামগঞ্জের যুগ্ম জেলা জজ আদালতে লাফার্জ হোলেসিম বাংলাদেশ লিমিটেডের পক্ষে মামলাটি দায়ের করেন অরুণ কুমার সাহা। ৩টি ধাপে ১শ’ ৮৪ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে এ মামলা দায়ের করা হয়।

মামলায় ছাতক লাইমষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট,ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব হাজী আবুল হাসান ও ছাতক লাইমষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের জেনারেল সেক্রেটারী অরুন দাসগং দের আসামী করা হয়েছে। বুধবার (১১ জানুয়ারী) এ মামলার নামাংকিত সকল ব্যবসায়ী (আসামীদের) নামে সমন জারি করেছেন আদালত।

এ ব্যাপারে ব্যবসায়ীরা জানান, অবৈধভাবে লাফার্জ হোলসিমের ক্রাশিং চুনাপাথর খোলাবাজারে বিক্রির ব্যবসা টিকিয়ে রাখতে তারা হুমকি স্বরূপ এ ক্ষতিপূরণ মামলা দায়ের করেছে। ব্যবসায়ী নেতৃবৃন্দের উপর লাফার্জ হোলসিমের মামলা দায়েরের খবরে বিক্ষুব্ধ হয়ে উঠেছে এখানের ব্যবসায়ী সংগঠনগুলো।

বুধবার (১১ জানুয়ারি) রাতে ছাতকস্থ লাইমষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের কার্যালয়ে তাৎক্ষনিক এক বৈঠকে লাফার্জ হোলসিমের এহেন কার্যকলাপের নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা নেতৃবৃন্দ।

তারা অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, অন্যথায় আন্দোলনের মুখে মামলা প্রত্যাহারে বাধ্য করা হবে লাফার্জ হোলসিমকে।

Share





Related News

Comments are Closed