সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরীর ৯২তম জন্মদিন পালিত

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের খ্যাতিমান চিকিৎসক ও প্রবীণ রাজনীতিবিদ বিকল্পধারার প্রধান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী জাতির মঙ্গল কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
১১ অক্টোবর, মঙ্গলবার দুপুরে বি. চৌধুরীর ৯২তম জন্মদিন উপলক্ষ্যে সাবেক রাষ্ট্রপতির বারিধারার বাসভবনে বিকল্পধারা বাংলাদেশ আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে তিনি দেশবাসীর কাছে এই দোয়া কামনা করেন।
উল্লেখ্য, অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী ১৯৩০ সালের ১১ অক্টোবর কুমিল্লা শহরে জন্ম গ্রহণ করেন। ১১ অক্টোবর তিনি ৯৩ বছরে পা রাখলেন।
বিকল্পধারার মহাসচিব মেজর (অব.)) আবদুল মান্নান এমপি বি. চৌধুরীর হাতে ফুলের স্তবক দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান। এরপর নেতা-কমীরা একে একে তাদের প্রিয় নেতাকে ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য ইন্জিনিয়ার মোহম্মদ ইউসুফ, প্রেসিডিয়াম সদস্য ও দলীয় মুখপাত্র মাহী বি. চৌধুরী এমপি, জেষ্ঠ্য সহ-সভাপতি মহসিন চৌধুরী, সহ-সভাপতি ওবায়দুর রহমান মৃধা, সহ-সভাপতি ভূদেব চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, বিকল্পধারার দপ্তর সম্পাদক ও গবেষণা সমন্বয়ক ওয়াসিমুল ইসলাম, বিকল্পধারার শিশু বিষয়ক সম্পাদক নওয়াব বাহাদুর, প্রচার সম্পাদক শেখ জুন্নু, যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক মোস্তফা সারেয়ার, শ্রমজীবীধারার সভাপতি আইনুল হক, সাধারণ সম্পাদক আরিফুল হক সুমন, যুবধারার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম নিশি, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিহাব, বিকল্পধারার সহ-দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বুলু বিকল্পধারার সাংস্কৃতি বিষয়ক সহ-সম্পাদক আয়েশা আক্তার দিতি, চলচ্চিত্রধারার সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুন, কুমিল্লা উত্তর জেলা সমন্বয়কারী হোসাইন আহম্মেদ সরকার, নোয়াখালী সদর উপজেলা সভাপতি শাহাবুদ্দিন, সিরাজদিখাঁন উপজেলা আহ্বায়ক শাহ আলম আলমাস, সিরাজদিখাঁন উপজেলার যুগ্ম আহ্বায়ক কোলা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু, সখিপুর উপজেলা আহ্বায়ক আবুল হাসেম দুর্জয় প্রমুখ।
Related News

শারীরিক অবস্থার অবনতি, খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতেRead More

নিজ দল থেকে বহিষ্কার হলেন জেনারেল ইবরাহিম
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ কল্যাণ পার্টি থেকে দলটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিমকেRead More
Comments are Closed