Main Menu

গোলাপগঞ্জে সাড়ে ১২শ’ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সাড়ে ১২শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

সোমবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার পৌর এলাকার রনকেলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- গোলাপগঞ্জ পৌর এলাকার রনকেলী উত্তর গ্রামের রকলিছ আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৩) ও মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার লগাটি গ্রামের আব্দুল মন্নান ফারুকের ছেলে ফাহিম আহমদ (২৯)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক পার্থ সারথি দাসের নেতৃত্বে রনকেলী উত্তর গ্রামে অভিযান পরিচালনা করে রফিকুল ইসলামের হেফাজত থেকে ১২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও রফিকুলের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট কিনে নিয়ে যাওয়ার সময় ফাহিম আহমদকে ১০ পিস ইয়াবা ট্যবলেট সহ গ্রেফতার করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৩জন পালিয়ে যায়। পরে গ্রেফতারকৃত আসামীসহ পলাতক আরও তিনজনের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা (নং-৩১/৩০.০৮.২০২২) দায়ের করা হয়।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আসামীদেরকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

Share





Related News

Comments are Closed