Main Menu

জাবিতে প্রকৃতি সংরক্ষণ উদ্যোগ কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি পালন

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রকৃতি সংরক্ষণ উদ্যোগ (এনসিআই) বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় প্রজাপতি বাগানের প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়৷ এসময় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়৷

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে পরিবেশ সংরক্ষণ উদ্যোগ এর প্রধান উপদেষ্টা প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন বলেন, ‘প্রকৃতি সংরক্ষন উদ্যোগ সবসময়ই স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন সামাজিক কার্যক্রমকে উৎসাহিত করে থাকে। তারই ধারাবাহিকতায় আমরা প্রতিবছরের ন্যায় এবারো বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। আমরা আশা করি প্রকৃতি, পরিবেশ রক্ষা ও সবুজ ক্যাম্পাস বিনির্মাণে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো।’

এসময় জাবি প্রকৃতি সংরক্ষণ উদ্যোগ এর সভাপতি এস. এম. সোহেল রানা বলেন, ‘জাবি প্রকৃতি সংরক্ষণ উদ্যোগ দেশের মানুষকে পরিবেশ বিষয়ক সচেতনতার পাশাপাশি বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করে থাকে। এর অংশ হিসেবে আমরা বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছি। আমরা আশা করি এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দেশের জনগণ বনায়নে উৎসাহিত হবে।’

বৃক্ষরোপণ কর্মসূচিতে জাম্বুরা, সফেদা, আগর, নিম, চেরি, জাকারান্দা, কদবেল, কাঠালসহ প্রভৃতি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়৷

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন প্রকৃতি সংরক্ষণ উদ্যোগ এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য ফাহমিনা বর্ষা, সহকারী সাধারণ সম্পাদক ফাহিম হোসেন, কার্যকরী সদস্য মাহিয়া মাহি, জাফরিন উষ্ণ, জাবেদ মাহমুফ ,মেরিনা জাহান,নাহিদ হাসান প্রমুখ।

 

Share





Related News

Comments are Closed