ঢাকার সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে ৫ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার সদরঘাটে বাঁধা একটি লঞ্চের রশি ছিঁড়ে পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে একটি শিশু ও এক নারী রয়েছেন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- পিরোজপুরের মোটবাড়িয়ার বিল্লাল হোসেন (২৫) তার স্ত্রী মুক্তা (২৬) ও তার শিশু মেয়ে সাইমা (৩), রবিউলের বাড়ি ঠাকুরগাঁও সদরের নিশ্চিতপুরের রবিউল (১৯), পটুয়াখালী সদর মো. রিপন হাওলাদার (৩৮)।
নৌ পুলিশের পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আশিক সাঈদ গণমাধ্যমকে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দুর্ঘটনা সম্পর্কে ফায়ার সার্ভিস জানায়, সদরঘাটের ১১ নম্বর পন্টুনে এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১ নামের দুটি লঞ্চ রশি দিয়ে বাঁধা ছিল। বেলা তিনটার কিছুক্ষণ আগে এ দুটি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ পন্টুনে ঢোকানোর সময় এমভি তাশরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে গেলে লঞ্চে ওঠার সময় পাঁচজন যাত্রী গুরুতর আহত হন।
পুলিশ সুপার আশিক সাঈদ জানান, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে এই মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।
Related News
ট্রাক-কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে কাভার্ডভ্যান ও ট্রাকের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১১Read More
দেশে নদ-নদীর সংখ্যা ১ হাজার ১৫৬
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের নদ-নদীর সংখ্যার খসড়া তালিকা প্রকাশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্যমতে,Read More
Comments are Closed