মে দিবসে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালি

বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-১৯৩৩ এর উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১লা মে) সকল ১০ টায় “মে দিবসের সার্বজনীন স্ববেতনে ছুটি বাস্তবায়ন কর, সরকার ঘোষিত নিম্নতম মজুরি কার্যকর করতে হবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট নগরীর তালতলাস্থ কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মো. ইউসুফ জামিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সফর আলী খাঁন এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্ঠা এস এম নুরুল হুদা ছালেহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা হোটেল মিষ্টি বেকারি এন্ড চাইনিজ রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন রেজি নং সিলেট-০০৭ এর দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক মো. আল আমিন, হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্ঠা নুরুল ইসলাম মকবুল।
সমাবেশে বক্তারা বলেন, হোটেল শ্রমিকরা বছর জুড়েই মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছে। অথচ মালিকপক্ষ তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত রাখছে। অন্যদিকে তাদের বেতন বোনাসও সঠিকভাবে দেওয়া হয়না। যার ফলে শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হয়।
বক্তারা আরো বলেন, বর্তমান বাজারের মূল্যবৃদ্ধির কারণে শ্রমিকরা যে বেতন পাচ্ছে সেই বেতন দিয়ে তারা চলতে পারছে না। আমরা শ্রমিকদের সর্বনিম্ন মাসিক বেতন ৩০ হাজার টাকা করার জন্য জোর দাবি জানাচ্ছি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও র্যালিতে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাংগঠকি সম্পাদক মো. রফিকুল ইসলাম উজ্জল, দপ্তর সম্পাদক মো. ফজলু মিয়া, জেলা কার্যকরি সদস্য মো. মোজাম্মেল আলী, মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ, অর্থ সম্পাদক মো. আমিন উল্লাহ আল আমিন, এয়ারপোর্ট থানা কমিটির আহবায়ক মো. দেলোয়ার হোসেন, শাহপরাণ থানা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল রাজ্জাক, প্রচার সম্পাদক মো. সাব্বির মিয়া, দক্ষিণ সুরমা থানা কমিটির সভাপতি মো. বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক সাগর বিশ^াস, সাংগঠনিক সম্পাদক দবির মিয়া।
আরো উপস্থিত ছিলেন বাবুর্চি কারিগর আহবায়ক কমিটির সভাপতি মো. সেলিম, হোটেল শ্রমিক ইউনিয়ন জালালাবাদ থানা কমিটির উপদেষ্টা মো. নবির হোসেন আকাশ, সাবেক সভাপতি মাজিদুল ইসলাম সুমন, সদস্য নবির হোসেন, বন্দর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো. রাজন, রাগীব আলী আঞ্চালিক কমিটির সভাপতি মো. সুজন মিয়া, সহ সভাপতি মো. ছুরাব আলী, সাধারণ সম্পাদক মো. পাভেল, সহ সাধারণ সম্পাদক মো. জাবেদ, মো. অন্তর ইসলাম জাবেদ, মো. রাজু মিয়া, মো. কামাল মিয়া, মো. জহির মিয়া, আবুল কাশেম, মো. বারেক মিয়া, মো. জাহাঙ্গীর প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News

৬ দফা দাবিতে সিলেট বিক্ষোভ সমাবেশ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা
বৈশাখী নিউজ ডেস্ক: ছয় দফা দাবিতে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেRead More

শাহপরান পশ্চিম থানা শ্রমিক কল্যাণের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেটRead More
Comments are Closed