Main Menu

মাসখানেক পরই বিদ্যুৎ ঘাটতিসহ সব ঠিক হয়ে যাবে: পরিকল্পনা মন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন-আওয়ামী লীগের নেতৃত্বাধীন জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের দারিদ্র ও হতদরিদ্র জনগোষ্ঠির জীবন মান উন্নয়নে কাজ করছেন। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, স্যানিটেশন, কৃষি সহ সর্বক্ষেত্রেই দেশের জনগণের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন রাত কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। বিগত দিনে আওয়ামী লীগ সরকার পাশে থেকে জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করছে, আগামী দিনেও কাজ করে যাবে।

মঙ্গলবার (৯ আগষ্ট) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শান্তিগঞ্জ এফআইবিডি হল রুমে উপজেলার ৮টি ইউনিয়নের পরিকল্পনামন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলার ৪২৮ জনের মধ্যে ১২৫০ টাকা করে মোট পাঁচ লাখ ৩৫ হাজার টাকা বিতরণ করা হয়।

পরিকল্পনা মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার দেশের হতদরিদ্র জনগণের জন্য গ্রামে গ্রামে নিরাপদ পানির জন্য নলকূপ ও স্বাস্থ্য সম্মত স্যানেটারী লেট্রিন স্থাপন করে শতভাগ নিরাপদ পানি ও স্বাস্থ্য সম্মত স্যানেটারী লেট্রিন ব্যবহারের আওতায় নিয়ে এসেছেন। পাশাপাশি শেখ হাসিনা দেশের ভাসমান জনগোষ্ঠি তাদের বসত ভিটা নেই তাদেরকে সরকারি খাস জমি বন্দোবস্ত প্রদান করে পাকা দালান ঘর নির্মাণ করে দিয়েছেন। বিগত আকষ্মিক বন্যায় সুনামগঞ্জের মানুষেরা অনেক কষ্ট পেয়েছেন। সরকার সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়ীতে বাড়ীতে অর্থ সহায়তা ও খাদ্য বিতরণ করছেন। বন্যায় ক্ষতিগ্রস্থদের ঘর নির্মাণের জন্য সরকার টাকা দিয়েছেন। এধরণের সাহায্য সহায়তা আগামী দিনেও সরকারের এ ধারা অব্যাহত থাকবে। তাই আগামী দিনে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কোন বিকল্প নেই। আওয়ামী লীগ সরকার জনগণের সরকার।

মন্ত্রী আরও বলেন, আমরা বিদ্যুৎ দিয়েছি ঘরে ঘরে। এখন বিদ্যুৎ একটু কম পেলেও মাসখানেক পরই সব ঠিক হয়ে যাবে। অর্থের ঘাটতিতে পড়ায় এই সময়ে আমরা কিছুটা অসুবিধায় আছি। এই সমস্যা আমাদের তৈরি নয়, অন্য রাষ্ট্রের তৈরি সমস্যা আমাদের ওপর এসে পড়েছে। ধৈর্য্য ধারণ করতে হবে। সবকিছু ঠিক হয়ে যাবে।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তহুর আলী, সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন সহ প্রমুখ।

Share





Related News

Comments are Closed