আরও বাড়ল সোনার দাম, ভরি ৮৪ হাজার ৩৩১ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: তিন দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের সোনার দাম ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ৯৮৩ টাকা। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ৮৪ হাজার ৩৩১ টাকা। যা এতদিন ছিল ৮২ হাজার ৩৪৮ টাকা।
শনিবার (৬ আগস্ট) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার (৮ আগস্ট) থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে।
এর আগে, ৩ আগস্ট সোনার দাম বাড়ানো হয় যা ৪ আগস্ট থেকে কার্যকর হয়। এর আগে এক সপ্তাহ আগে ২৮ জুলাই দাম বাড়ানোর ঘোষণা দিয়ে ২৯ জুলাই থেকে কার্যকর করে। তারও আগে দিনের ব্যবধানে দাম বাড়ানো হয়। অর্থাৎ ২৬ জুলাই সোনার দাম বাড়ানো হয় যা ২৭ জুলাই থেকে কার্যকর হয়।
Related News

১২ কেজি এলপিজির নতুন দাম ১৩৬৩ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।Read More

স্বর্ণের দাম কমলো ভরিতে ১৭৪৯ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: রেকর্ড দাম হওয়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। ভালো মানেরRead More
Comments are Closed