Main Menu

জাবিতে করিডোরে দাঁড়িয়ে থাকাকে কেন্দ্র করে জুনিয়রকে মারধোর

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) করিডোরে দাঁড়ানো-কে কেন্দ্র করে বাক বিতণ্ডার জের ধরে তৃতীয় বর্ষের (৪৮ তম ব্যাচ) এক শিক্ষার্থীকে ইট দিয়ে মাথায় আঘাত করেছে চতুর্থ বর্ষের (৪৭ তম ব্যাচ) দুই শিক্ষার্থী।

মঙ্গলবার (৩১ মে) দুপুর একটায় ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের করিডোরে তার স্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন। তার স্ত্রীও প্রাণীবিদ্যা বিভাগের ৪৭ তম আবর্তনের শিক্ষার্থী। এসময় প্রাণিবিদ্যা বিভাগের ৪৭ তম আবর্তনের শিক্ষার্থী নাঈম হঠাৎ করে তাকে হুমকি ও অকথ্য ভাষায় গালাগালি করে ডিপার্টমেন্টের করিডোরে আসতে নিষেধ করে। এ নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর সাথে নাঈম ও প্রাণিবিদ্যা বিভাগের ৪৭ তম আবর্তনের আরেক শিক্ষার্থী জাহিদ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে, একপর্যায়ে উক্ত শিক্ষার্থীর বিভাগের এক বন্ধু এগিয়ে এলে তাকেও গালাগালি করা হয়। এসময় ভুক্তভোগী শিক্ষার্থী ও তার বন্ধু প্রাণিবিদ্যা বিভাগ থেকে নিচে নেমে আসে, সেখানে অভিযুক্তরা তাদের উপর আবার চড়াও হয় এবং এক পর্যায়ে জাহিদ ইট দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর মুখের উপর আঘাত করে এবং আরও মারধর করার হুমকি দেয়।

জানা যায়, অভিযুক্ত নাঈম ও জাহিদ দুজনেই বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের কর্মী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অভিযোগটা আমি পেয়েছি, নিয়মতান্ত্রিক ভাবে এর তদন্ত হবে, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তরা শাস্তি পাবে।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘ ঘটনাটা আমি শুনেছি। এখন সে ছাত্রলীগ করুক বা আমার হলে থাকুক অপরাধী তো অপরাধীই। যদি সে অপরাধ করে থাকে এবং উপযুক্ত সাক্ষ্য প্রমাণ থেকে থাকে তবে এর কঠোরতম বিচার হোক।’

অভিযুক্ত শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, ‘সে আমাদের বিভাগের করিডোরে প্রায়ই দাড়িয়ে থাকে। এ নিয়ে বিভাগের অনেকে আমাদের কাছে অভিযোগ দেয়, এর জন্য তাকে আমরা করিডোর থেকে চলে যেতে বলি। আমি তাকে কোনো মারধর করিনি শুধু নিজের ডিফেন্স করেছি, মূল ঘটনা আমার সাথে ঘটেনি, আরেকজনের সাথে ঘটেছে।’

অপর অভিযুক্ত নাঈম এর সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলে সে কল কেটে দিয়ে মোবাইল বন্ধ করে দেয়।

Share





Related News

Comments are Closed