Main Menu

সরকারী মেডিকেলে ভর্তি শুরু ৮ মে, বেসরকারীতে ১৪ জুলাই

বৈশাখী নিউজ ডেস্ক : ২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথমবর্ষে ভর্তির তারিখ চূড়ান্ত হয়েছে। সরকারী মেডিকেলে আগামী ৮ মে থেকে শুরু হয়ে ১৮ মে পর্যন্ত এবং বেসরকারী মেডিকেলে ১৪ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা শিক্ষা-১) উপসচিব মো. আবদুল কাদের স্বাক্ষরিত আলাদা দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারী ও বেসরকারী মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে দেশি শিক্ষার্থী ভর্তির সময়াবদ্ধ কর্মপরিকল্পনা নির্দেশক্রমে নিম্নরূপভাবে অনুমোদন করা হলো। সরকারী মেডিকেলে ভর্তি কার্যক্রম ৮ মে থেকে শুরু হয়ে ১৮ মে পর্যন্ত চলবে। আর ক্লাস শুরু হবে ১ আগস্ট।

এতে আরও বলা হয়, বেসরকারি মেডিকেলে ভর্তি কার্যক্রম ১৪ জুলাই থেকে শুরু হয়ে ২৮ জুলাই পর্যন্ত চলবে।

ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ১৬ জুন। আবেদন বিতরণ শুরু হবে ২১ জুন। আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩ জুলাই। ক্লাস শুরু হবে ১ আগস্ট।’

Share





Related News

Comments are Closed