Main Menu

চরফ্যাশনে সামুদ্রিক জীব বৈচিত্র্য রক্ষায় সচেতনতা সভা

ইফতেখার আহমেদ ফাগুন: ভোলার চরফ্যাশনে সামুদ্রিক জীব বৈচিত্র্য রক্ষায় সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার চরফ্যাশনের সামরাজ মাছ ঘাটে ইউ এস এ আই ডি’র অর্থায়নে পরিচালিত ওর্য়াল্ডফিশ বাংলাদেশের ইকোফিশ-২ কার্যক্রমের আওতায় এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইকোফিশের সহকারী গবেষক মোনাইম হোসাইনের সঞ্চালনায় এতে আলোচনায় অংশনেন সামরাজ মাছ ঘাট ক্ষুদ্র মৎস্যজীবী সমিতি সভাপতি হারুন আহমেদ, সামরাজ মাছ ঘাট সমিতির সাধারণ সম্পাদক কামাল মাঝি ও আওয়ামী ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি গিয়াসউদ্দিন মাঝি।

সভায় হাঙর, শুশুক, শাপলা পাতা ,ডলফিন,কচ্ছপ সহ বিভিন্ন বিপন্ন জীব প্রজাতি রক্ষায় প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

সভায় মাছ ব্যবসায়ী, আড়ৎদার, জেলে, মাঝিগন অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামরাজ মাছ ঘাট সমবায় সমিতির আলাউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন “হাঙর, শুশুক, শাপলা পাতা যে আমাদের পরিবেশের জন্য অতীব দরকারি তা আমাদের অনেকেরই জানা ছিলো না যা আজ আমরা সবাই জানতে পেরেছি।

সুতরাং আমাদের সচেষ্ট থাকতে হবে যাতে আমরা এই প্রাণীদের রক্ষা করতে পারি ও আমাদের সাগরকে বাঁচিয়ে রাখতে সহযোগিতা করতে পারি”।

Share





Related News

Comments are Closed