সিলেটে একদিনে করোনায় দুই শতাধিক রোগী শনাক্ত

শৈাখী নিউজ ডেস্ক: সিলেটে করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। গত চব্বিশ ঘন্টায় করোনায় দুই শতাধিক ব্যক্তি শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ছাড়িয়ে গেছে ১৭ শতাংশ।
মঙ্গলবার (১৮ জানুয়ারী) স্বাস্থ্য অধিদফতর জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে নমুনা পরীক্ষা করা হয় ১১৭৯টি। এর মধ্যে ২০৯ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হন। শনাক্তের হার ১৭.৭৩ ভাগ।
শনাক্তদের মধ্যে ১৪৭ জনই সিলেট জেলার। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৭ জন, মৌলভীবাজারের ২৯ জন ও হবিগঞ্জের ২৬ জন রয়েছেন।
এপর্যন্ত সিলেটে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ৬৪ জন। গত চব্বিশ ঘন্টায় মাত্র ১০ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। সবমিলিয়ে সুস্থ রোগীর সংখ্যা ৫০ হাজার ১৮৫ জন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ১ হাজার ১৮৬ জন।
Related News

সিলেটের ৬ উপজেলায় জেলা আওয়ামী লীগের ত্রাণ বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ১৩ উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণেরRead More

তাহিরপুর সীমান্তে ভারতীয় কয়লার চালান জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় কয়লার চালান জব্দ করেছে ২৮Read More
Comments are Closed