Main Menu

মোমেন ফাউন্ডেশনের উদ্যোগে ইংরেজি ভাষা শিক্ষা কোর্স শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: মোমেন ফাউন্ডেশনের উদোগে ইংরেজি ভাষা শিক্ষা কোর্স শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে সিলেট নগরের জিন্দাবাজারস্থ ফরিদ প্লাজায় ৩ মাসব্যাপী এ কোর্সের শুভ উদ্বোধন করা হয়।

শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তুলতে এটি চালু করেছে মোমেন ফাউন্ডেশন। এটির মূল উদ্দেশ্যই হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা যাতে দেশে বিদেশে গিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে।

ইংরেজি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, মোমেন ফাউন্ডেশন শিক্ষার পরিচালক তাইনুল ইসলাম, সেন্টার ফর ইন্টিগ্রেটেট রুলাল ডেভেলপমেন্ট-এর সিইও সৈকত আহমদ, দৈনিক সিলেটের দিনকাল-এর প্রধান বার্তা সম্পাদক রবি কিরন সিংহ রাজেশ, শিক্ষাবিদ সুহেল আহম্মেদ চৌধুরী। বিজ্ঞপ্তি

0Shares

Related News

Comments are Closed