বিশ্বে করোনায় আরো ২৯৫২ মৃত্যু, শনাক্ত ৮ লাখ
আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন ওমিক্রন বিশ্বের বিভিন্ন দেশে তাণ্ডব চালাচ্ছে। এ ভাইরাসের সংক্রমণ রোধে নেওয়া হয়েছে জরুরি পদক্ষেপ, বাড়ানো হচ্ছে টিকাকরণের হার। তবুও গত কয়েক দিন বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত অনেক বেড়ে গেছে। মৃতের সংখ্যাও বাড়ছে।
বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় সোমবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ২ হাজার ৯৫২ জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২৩ হাজার ৬১২ জন।
এর আগে রোববার (২ জানুয়ারি) বিশ্বে মারা গিয়েছিল ৩ হাজার ৮৭৫ জন। অন্যদিকে আক্রান্ত হয়েছিল ১১ লাখ ৮৭ হাজার ১২৫ জন। অর্থাৎ, গতকালের তুলনায় আজ আক্রান্ত ও মৃত্যু কিছুটা কমেছে।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৯ কোটি ৬ লাখ ৩২ হাজার ৯০১ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৬০ হাজার ৩১৭ জনে। আর সুস্থ হয়েছেন ২৫ কোটি ৪৫ লাখ ৩০ হাজার ৫৯ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ কোটি ৬১ লাখ ৪২ হাজার ১৭৫ জন। মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৪৭ হাজার ৪০৮ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৯ লাখ ১৭ হাজার ৫৯০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮১ হাজার ৭৭০ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২২ লাখ ৯৩ হাজার ২২৮ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৯ হাজার ১৭১ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৩২ লাখ ৩৫ হাজার ৪০১ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৮৫১ জন।
পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫ লাখ ৩৭ হাজার ৯৬৬ জন। মারা গেছেন ৩ লাখ ১০ হাজার ৫১৮ জন।
আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, তুরস্ক সপ্তম, জার্মানি অষ্টম, স্পেন নবম এবং ইরান দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩২তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
মিল্টনের তাণ্ডবে নিহত ১৬, বিদ্যুৎহীন ৩২ লাখ বাড়িঘর-প্রতিষ্ঠান
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে চরম বিপজ্জনক হ্যারিকেন মিল্টন। ভারী বৃষ্টিপাত, ঝোড়ো বাতাস ও প্রাণঘাতীRead More
টাটা গ্রুপের কর্ণধার রতন টাটার মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।Read More
Comments are Closed